মাটি খুঁড়তেই উঠল হাঁড়ি ভর্তি গুপ্তধন! তুমুল শোরগোল চাকুলিয়ায়

বাংলাহান্ট ডেস্ক : শৌচাগারের জন্য খোঁড়া হচ্ছিল মাটি। আর তা থেকেই বেরোলো গুপ্তধন! নাহ, কলসি ভরা মোহর নয় ঠিকই তবে এক হাঁড়ি ভর্তি পুরোনো তামার মুদ্রা উদ্ধার হল সেই মাটির নীচে থেকে। এহেন আজব কাণ্ডে কার্যতই তুমুল হইচই শুরু হয়ে গিয়েছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া এলাকায়।

জানা যাচ্ছে, চাকুলিয়া থাকা এলাকার বসতপুর গ্রামের বাসিন্দা মহম্মদ আলমের বাড়িতে শৌচালয়ের ট্যাঙ্ক তৈরি করার কাজ চলছিল। সোমবার সকাল সকালই কাজে লেগে পড়েছিল মিস্ত্রীরা। ট্যাঙ্কটি বানানোর জন্য চলছিল মাটি খোঁড়ার কাজ। আর তারপরের ঘটনাতেই চোখ কপালে সকলের।

গর্ত বেশ কিছুটা খোঁড়া হয়ে যাওয়ার পরই কোদালের কোপে এক অদ্ভুত শব্দ পাওয়া যায় মাটির নীচে থেকে। সেই শব্দ পেয়ে কৌতুহলী হয়ে পড়েন সকলেই। এরপর খানিক মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটি মাটির হাঁড়ি। সেই হাঁড়ি উপরে তোলার পরই তার মধ্যে থেকে উদ্ধার হয় বহু পুরোনো তামার মুদ্রা।

এহেন গুপ্তধন উদ্ধারের ঘটনার খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। মহম্মদ আলমের বাড়িতে এসে গুপ্তধন দেখতে ভীড় জমান স্থানীয় উৎসাহী মানুষজন। খবর যায় থানাতেও। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। সেই মুদ্রাগুলি উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া তামার মুদ্রাগুলি কত প্রাচীন এখনও তা বোঝা সম্ভব হয়নি৷ পরীক্ষার পরই তা নিশ্চিতভাবে জানা যাবে বলেই পুলিশ সূত্রে খবর।  এভাবে গুপ্তধন উদ্ধার হওয়ায় স্বভাবতই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর