ভারতীয়দের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ব্যবসার প্রবণতা! কী জানাচ্ছে কেন্দ্রীয় শিল্প মন্ত্রক?

Published on:

Published on:

The trend of doing business is steadily increasing in India!
Follow

বাংলহান্ট ডেস্ক: প্রশাসনিক সংস্কার ও উদারীকরণের ধারাবাহিক ফলশ্রুতিতে ভারতে (India) ব্যবসায়ী হওয়ার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় শিল্প মন্ত্রক। মন্ত্রকের মতে, গত এক দশকে চাকরির নিরাপত্তার প্রতি ঝোঁক কমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে ঝুঁকি নিয়ে ব্যবসা শুরুর মানসিকতা দৃঢ় হয়েছে। বিভিন্ন নথি ও পরিসংখ্যান বিশ্লেষণ করে মন্ত্রক এই সিদ্ধান্তে পৌঁছেছে, যা ২০২৫ সালের ব্যবসায়িক উৎসাহকে একটি নতুন মাত্রা দিয়েছে।

চাকরির গণ্ডি ছেড়ে ব্যবসার দিকে ঝুঁকছে ভারত (India):

একসময় জটিল নিয়মকানুন ও দীর্ঘস্থায়ী প্রশাসনিক প্রক্রিয়া ব্যবসায়িক পরিবেশের প্রধান বাধা ছিল। বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে ১৯০টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৮৪তম ছিল, যেখানে একটি সাধারণ শিল্প স্থাপনার অনুমতি পেতে মাসের পর মাস লেগে যেত। তবে শিল্প মন্ত্রক বলছে, ধারাবাহিক সংস্কারের মাধ্যমে এই অবস্থার আমূল পরিবর্তন হয়েছে, যা কোনও আকস্মিক ‘ম্যাজিক’ নয়, বরং সুপরিকল্পিত নীতির ফল।

আরও পড়ুন:পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী! ভারতের এই প্রতিবেশী দেশে রবিবার সম্পন্ন হতে চলেছে নির্বাচন

২০২৫ সালে নতুন ব্যবসার সংখ্যা রেকর্ড বৃদ্ধির পেছনে কয়েকটি উল্লেখযোগ্য কারণ চিহ্নিত করেছে মন্ত্রক। প্রায় এগারো বছর ধরে ঝুলে থাকা বহু অনুমতিপত্র এই বছরে চূড়ান্ত আকার পেয়েছে। এছাড়া, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যবসার মালিকানা হস্তান্তরের জটিলতা নিরসন এবং পূর্বে কম ‘গ্ল্যামারাস’ বলে বিবেচিত ব্যবসাগুলোর আধুনিকীকরণ নতুন উদ্যোগের গতি বাড়িয়েছে। এই সম্মিলিত প্রভাব ২০২৫ সালকে একটি ব্যতিক্রমী বছর হিসেবে চিহ্নিত করেছে।

The trend of doing business is steadily increasing in India!

টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে এই বছরকে কেবল ব্যবসা সহজীকরণ নয়, বরং ‘বিনিয়ন্ত্রণের বছর’ হিসেবে দেখা হচ্ছে। ১৯৯১ সালে অর্থনৈতিক উদারীকরণের মতো ২০২৫ সালও একটি মাইলফলক বলে দাবি উঠছে। শ্রম মন্ত্রক সূত্রে জানা যায়, নতুন প্রজন্মের উদ্যোক্তারা এখন ক্ষুদ্র পরিসর ছাড়িয়ে বড় আকারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, যা আগে সীমাবদ্ধ ছিল।

আরও পড়ুন: কাশ্মীরে বড় নাশকতা রুখে দিল নিরাপত্তা বাহিনী! হাইওয়েতে উদ্ধার আইইডি, ছড়াল চাঞ্চল্য

সরকারি হিসাব বলছে, অনেক নতুন উদ্যোক্তাই তাদের ব্যবসাকে দ্রুত একশো কোটির টার্নওভারে রূপান্তরিত করছেন। আন্তর্জাতিক অঙ্গনে ব্রিটেন, ওমান ও নিউজিল্যান্ডের সাথে সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি আন্তর্জাতিক বাজারে প্রবেশকে আরও সুগম করেছে। কেন্দ্রের মতে, এই নীতিগত পরিবর্তন ও বৈশ্বিক সহযোগিতার সমন্বয়ই সাধারণ মানুষের মধ্যে উদ্যোগী হওয়ার সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে, ভারতের ব্যবসায়িক পরিবেশকে দিয়েছে নতুন গতিশীলতা।