ভাইরাল গানের ভিডিওর দৌলতে বলিউড থেকে ডাক পেল সাঁওতাল কিশোরী, মনে করাল রানু মন্ডলের স্মৃতি

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ‍্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর।
ঠিক এমনটাই হল হুগলীর ইটাচুনা গ্রামের আদিবাসী কিশোরী চাঁদমণি হেমব্রমের (chadmoni hembram) সঙ্গে। ভাইরাল গানের (song) ভিডিওর দৌলতে সে এবার পাড়ি দিচ্ছে মুম্বই। বলিউডে (bollywood) গান গাইবার সুযোগ পেয়েছে সে। নেহা কক্করের গান গেয়ে এবার বলিউডে নিজে গান গাইবার ডাক পেয়েছে চাঁদমণি।

IMG 20200607 085658
কিছুদিন আগে ভাইরাল হয় চাঁদমণির একটি গানের ভিডিও। জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কক্করের গাওয়া মেরি সারি সবেরে গানটি গাইতে শোনা গিয়েছে ওই সাঁওতাল কিশোরীকে। যেমন পরিষ্কার উচ্চারণ তেমনই মধুর গলা। এই কিশোরীর গানে মুগ্ধ হয়ে যায় নেটিজেনরা। এমন প্রতিভা যে সচরাচর দেখা যায় না তাও স্বীকার করেন তাঁরা। ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
এবার সেই ভাইরাল ভিডিওর দৌলতেই জীবন বদলাতে চলেছে চাঁদমণির। ইটাচুনা গ্রাম পঞ্চায়েতের মুল্টি গ্রামে বাড়ি চাঁদমণি হেমব্রমের। দশ বছর আগে বাবাকে হারিয়েছে সে। আরও দুই ছোট বোন রয়েছে তার। নিত‍্য অভাবের সংসারে হাল ধরতে মায়ের সঙ্গে চাষের কাজও করেছে সে। তার মধ‍্যেই চলত পড়াশোনা আর গান শোনা।

https://www.facebook.com/BHOproduction1/videos/232276618048652/

হ‍্যাঁ, গান শুনে শুনেই গাওয়া শিখেছে চাঁদমণি। ছোট থেকে গানের ওপর টান থাকলেও শেখা হয়ে ওঠেনি কখনোই। এক স্কুল শিক্ষকের নজরে আসে চাঁদমণির প্রতিভা। তিনিই তার গান রেকর্ড করে শেয়ার করেন ফেসবুকে। তারপর ভিডিও ভাইরাল, বলিউডে গান গাওয়ার প্রস্তাব। একের পর এক যেন স্বপ্নপূরণ হতে থাকে আদিবাসী মেয়েটির।
জানা গিয়েছে, পাঞ্জাবি সঙ্গীত শিল্পী আয়শান আদ্রির পরিচালনায় মুক্তি পাবে চাঁদমণির গাওয়া ‘জুদাইয়া বে’। এছাড়া জানা গিয়েছে, ইন্ডিয়ান আইডল ১২র জন‍্যও ডাক এসেছে চাঁদমণির। এবার দেখার অপেক্ষা রানু মন্ডলের মতো চাঁদমণির জীবন কতটা বদলায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর