অরাজকতার সব সীমা পার! বাংলাদেশে হামলার মুখে আদিবাসী-জনজাতিরা, ফের অগ্নিগর্ভ পড়শি দেশ

বাংলাহান্ট ডেস্ক : সংখ্যালঘু হিন্দুদের পর এবার বাংলাদেশে (Bangladesh) আক্রমণের শিকার আদিবাসী-জনজাতির মানুষেরা। কিছু উগ্র ছাত্রদের হাতে ইউনূসের দেশে নির্যাতিত হলেন আদিবাসী-জনজাতিরা। আক্রমণকারী ছাত্রদের দাবি, সেদেশে আদিবাসী-জনজাতি পরিচয় নিয়ে থাকা যাবে না।

ফের উত্তাল বাংলাদেশ (Bangladesh)

বাঙালি সংস্কৃতি ও পরিচয় নিয়ে বসবাস করতে হবে বাংলাদেশে (Bangladesh)। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতজাতি’ নামক একটি সংগঠন বুধবার নিজেদের স্বীকৃতির দাবিতে একটি কর্মসূচির ডাক দেয়। অভিযোগ পুলিশের সামনেই ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক উগ্র ছাত্র সংগঠনটি সেই কর্মসূচিতে হামলা চালায় আদিবাসী আন্দোলনকারীদের উপর। চলে লাঠি, রড ও উইকেট দিয়ে বেধড়ক মারধর।

Tribal people are attacked in Bangladesh

এই ঘটনায় আহত হন বেশকিছু আন্দোলনকারী জনজাতির ছাত্র। এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বাংলাদেশ জুড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পালিত হয় বিক্ষোভ কর্মসূচি। অভিযোগ ওঠে ঢাকায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকে একটি বিক্ষোভ কর্মসূচির উপরেও হামলা চালানোর।

আরোও পড়ুন : বিরাট পদক্ষেপ নবান্নের! এদের আবাস প্রকল্পের টাকা ফিরিয়ে নিচ্ছে রাজ্য, হৈচৈ শুরু

প্রতিবাদীদের অভিযোগ, বৃহস্পতিবারের কর্মসূচিতে পুলিশও লাঠি, গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিয়ে জমায়েতকারীদের উপর হামলা চালিয়েছে। বাংলাদেশে (Bangladesh) জনজাতির (Tribal) ছাত্রদের দাবি, পুলিশের এই হামলার পিছনে প্রচ্ছন্ন মদত আছে প্রশাসনের।

আরোও পড়ুন : বিরাট পদক্ষেপ নবান্নের! এদের আবাস প্রকল্পের টাকা ফিরিয়ে নিচ্ছে রাজ্য, হৈচৈ শুরু

বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল এদিন জনজাতি ও বামপন্থী ছাত্রদের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশাল মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Mohammad Yunus) প্রচার বিভাগ ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে জানায়, হামলার ঘটনায় আপাতত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tribal people are attacked in Bangladesh

প্রসঙ্গত, বাংলাদেশের নবম ও দশম শ্রেণির নতুন পাঠ্যপুস্তকে একটি দেওয়াল লিখনে বলা হয়েছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী নির্বিশেষে সবার বাসস্থান বাংলাদেশ। তবে  ‘আদিবাসী’ শব্দটি নিয়ে তীব্র আপত্তি জানায় ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক উগ্র সংগঠনটি। এমনকি তারা সরকারি দফতর বা সংগঠনে ‘আদিবাসী’ শব্দটি বাদ দেওয়ার দাবিও তোলে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর