নীরজ চোপড়ার বদলে নীরজ পাণ্ডে! ভুল নাম লিখে চরম ট্রোলড তৃণা

বাংলাহান্ট ডেস্ক: ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া (neeraj chopra)। টোকিও অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জেতার পরেই এমন উপাধি পেয়েছেন তিনি। মাত্র ২৩ বছর বয়সে দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে ব‍্যক্তিগত ইভেন্টে সোনার পদক জিতেছেন এই জ‍্যাভলিন থ্রোয়ার। নীরজের সাফল‍্যে উৎসবের মেজাজ গোটা দেশে।

২০০৮ এর অলিম্পিকে সোনার পদক জয়ী অভিনব বিন্দ্রা, পি টি ঊষা সহ গোটা দেশবাসী শুভেচ্ছা জানিয়েছে নীরজকে। বাদ যাননি তারকারাও। কিন্তু শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে ভুলভ্রান্তি করাটা তারকাদের কাছে নতুন কিছু নয়। এমনি এক ভুল করে বসেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তৃণা সাহা (trina saha)।

IMG 20210809 210405
আপাতত গোয়ায় স্বামী নীল ভট্টাচার্য্য ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ করছেন অভিনেত্রী। এরই মাঝে নীরজের সাফল‍্যে শুভেচ্ছা জানাতে সোশ‍্যাল মিডিয়ায় এক বার্তা দিয়েছেন। নীরজের সাফল‍্যে তাঁরা গর্বিত এমনটাই লিখতে চেয়েছিলেন তৃণা। শুধু ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছিল। অ্যাথলিট নীরজ চোপড়ার বদলে বলিউড পরিচালক নীরজ পাণ্ডেকে শুভেচ্ছা জানিয়ে বসেছিলেন তৃণা।

ব‍্যস, অভিনেত্রীর এই ভুল চোখে পড়তেই কমেন্ট করতে শুরু করে নেটিজেনরা। কেউ কেউ তাঁকে শুধরে দিয়েছেন। আবার অনেকে হাসতেই ব‍্যস্ত। তৃণা অবশ‍্য নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তা শুধরে নেন। কিন্তু ততক্ষণে সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

IMG 20210809 205331
এর আগে ভুল করে ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী টিসকা চোপড়াও (tisca chopra)। ভারতের হয়ে অলিম্পিকে প্রথম পদকজয়ী মীরাবাঈ চানুকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে ইন্দোনেশিয়ার প্রতিযোগী আয়শা উইন্ডি ক‍্যান্টিকার ছবি পোস্ট করে ফেলেন তিনি। নেটিজেনরা প্রতিক্রিয়া দিতে শুরু করলেই নিজের ভুল বুঝে টুইটটি মুছে দেন টিসকা।

অনিচ্ছাকৃত ভুলের জন‍্য ক্ষমাও চান তিনি। তবুও বন্ধ হয়নি ট্রোল। বিনোদনের সুযোগ পেয়ে কি আর অত সহজে ছাড়ে নেটিজেনরা! তবে অপ্রস্তুত হননি অভিনেত্রী। বরং ট্রোল করা টুইটগুলিই ফের শেয়ার করে নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন টিসকা। ভুল করে ২০১২ সালের অলিম্পিকের ছবি পোস্ট করে ট্রোলড হয়েছিলেন আলিয়া ভাটও।

Niranjana Nag

সম্পর্কিত খবর