বাংলাহান্ট ডেস্ক: একের পর এক ভাল খবর দিচ্ছেন তৃণা সাহা (Trina Saha)। পরিশ্রমের ফল বাস্তবিকই মধুর হয়, সেটাই এখন উপলব্ধি করছেন ‘গুনগুন’। বড়পর্দায় দু দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। আর দুটিই প্রথম সারির দুজন পরিচালকের ছবি। অরিন্দম শীলের পর এবার সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ‘ইস্কাবনের বিবি’ ছবিতে অভিনয় করবেন তৃণা।
চৈতন্য অন্তর্ধান রহস্য নিয়ে সৃজিতের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সেখানে গৌরাঙ্গের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আর তাঁর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় দেখা যাবে তৃণাকে। অভিনেত্রী জানান, প্রথমে ছবির প্রযোজক রানা সরকার তাঁকে সুখবরটা দিয়েছিলেন। কিন্তু তখন বিশ্বাস করতে পারেননি তিনি।
তারপর সৃজিত নিজেই যোগাযোগ করেন তৃণার সঙ্গে। উল্লেখ্য, এর আগে পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তৃণার। জুলফিকার ছবিতে সৃজিতের সহকারী ছিলেন তিনি। পরিচালক বলেন, তৃণা স্বতঃস্ফূর্ত অভিনেত্রী। লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে তাঁকে বেশ ভাল মানাবে।
এই চরিত্রটিতে অবশ্য এর আগে প্রিয়াঙ্কা সরকারকে নেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু তারপর তাঁকে সরিয়ে দেওয়া হয় নটী বিনোদিনীর চরিত্র। আগামী জুন মাসে ছবির শুটিং শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। তৃণা জানান, আগামী মাসে সৃজিত কলকাতাম ফিরলেই চিত্রনাট্য নিয়ে আলোচনায় বসবেন।
এছাড়া অরিন্দম শীলের ‘ইস্কাবনের বিবি’তেও অভিনয় করছেন তৃণা। থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে এটি। পীযূশ শাহের ‘সিম্পল গার্ল’ গল্পটি অবলম্বনে ছবি তৈরি করছেন পরিচালক। এক হাসপাতালে দুর্নীতির রাজ। পাকেচক্রে জড়িয়ে পড়েন তৃণা, অরুণিমা। শেষে তাঁরাই চক্রের মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা করবেন। আগামী এপ্রিল মাসে কলকাতা ও দক্ষিণ বঙ্গে ছবির শুটিং হবে বলে খবর।
পরপর দুটি ছবির প্রস্তাব। ছোটপর্দায় কতটা সময় দিতে পারবেন গুনগুন? খড়কুটো কি তবে শেষের পথে? তৃণা জানান, তিনি টেলিভিশন, সিনেমা সব মাধ্যমেই সমান সাবলীল। শুধু ভাল কাজ করার চেষ্টা করছেন তিনি।