বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় একুশের নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে মহিলাদের মাসিক ৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই প্রতিশ্রুতি গোয়াতে পড়ায় ১০ গুণ বেড়ে দাঁড়াল ৫০ হাজার টাকা। বাংলায় চলছে ‘লক্ষ্মীর ভাণ্ডার”, গোয়ায় তৃণমূল জিতলে চালু হবে ‘গৃহলক্ষ্মী” প্রকল্প।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, গোয়ায় তৃণমূল ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে মাসে ৫ হাজার করে টাকা দেওয়া হবে। গোয়াবাসীকে এরজন্য দেওয়া হবে একটি করে স্মার্টকার্ড। সেই স্মার্টকার্ডের নাম হবে গৃহলক্ষ্মী কার্ড।
গোয়ার নির্বাচনে জয়ের জন্য তৃণমূলের তরফ থেকে এমন প্রতিশ্রুতি দেওয়ার পর এরাজ্যের বামেরা নতুন দাবি তুলেছে। বাম নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন যে, বাংলার মানুষদের পরিবার পিছু মাসিক ৬ হাজার টাকা দিতে হবে। সুজনবাবু বলেছেন, এই প্রকল্প আগে বাংলায় চালু করুন, তারপর গোয়ায় করবেন।
উল্লেখ্য, ত্রিপুরার মতো গোয়াকেও পাখির চোখ করে রেখেছে তৃণমূল কংগ্রেস। আর সেই সূত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একবার গোয়ার সফরও করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে ওনার আবারও গোয়ায় যাওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিয়ে সেখানে ঘাসফুল ফোটানোর কাজ শুরু করেছেন। অন্যদিকে, মহুয়া মৈত্র, ডেরেক ও ব্রায়েনের মতো সাংসদদেরও গোয়ায় তৃণমূলের সংগঠন মজবুত করার কাজ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে, আগামী বছর হতে চলা গোয়ার নির্বাচনে তৃণমূল কতটা সাফল্য লাভ করতে সক্ষম হয়।