সন্দেশখালি ইস্যুর মাঝে হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা! ভোটের মুখে ব্রিগেডে ‘জনগর্জন সভা’ তৃণমূলের

বাংলা হান্ট ডেস্ক : দিনকয়েক আগেই খ্যাতনামা ভোট প্রকৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) জানিয়েছেন, আসন্ন নির্বাচনে বিজেপিকে (BJP) আটকানো অসম্ভব। এমনকি তিনি এটাও বলেছেন যে, সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুর প্রভাব দেখা যাবে ভোটবাক্সে। এমন পরিস্থিতিতে তৃণমূলের (Trinamool Congress) হাতে নয়া অস্ত্র হিসেবে উঠে এল কেন্দ্রীয় বঞ্চনা। লাগাতার ধর্ণার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’ ডাকল শাসক শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে দিল্লি, কলকাতায় একাধিক ধর্ণামঞ্চের আয়োজন করেছে বাংলার শাসকদল। তাতেও সেরকম কাজ না হওয়ায় এবার ‘জনগর্জন সভা’রং আয়োজন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঞ্চে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এইদিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সভার কথা ঘোষণা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘লেখা হবে’। একই সাথে একটি পোস্টার শেয়ার করেছেন নিজের অ্যাকাউন্ট থেকে। পোস্টারে জ্বলজ্বল করছে ‘জনগর্জন সভা’র ছবি। সেই ছবির ক্যাপশনের জায়গায় স্পষ্টভাবে লেখা ‘২০২৪-এর যুদ্ধ শুরু।’

আরও পড়ুন : ‘আমার নোবেল পাওয়া উচিত’, ভরা মঞ্চে দাবি অরবিন্দ কেজরিওয়ালের, কটাক্ষ বিরোধীদের

অর্থাৎ লোকসভার আগের এই কয়টা মাস যে তৃণমূল একেবারেই নষ্ট করতে চাননা একথা বেশ স্পষ্ট। কার্যত আগামী ১০ মার্চ থেকেই ভোট অনুষ্ঠানের প্রস্তুতিতে জোর দিতে চলেছে শাসকদল। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেডে সমাবেশ করেছিল শাসক শিবির। সেবার তৃণমূলের সাথে যোগ দিয়েছিল রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলিও।

আরও পড়ুন : Paytm-র পর এবার Google Pay, এইদিন থেকে বন্ধ হচ্ছে পরিষেবা, বিপদে পড়ার আগেই জেনে নিন সবটা

mamata banerjee 1 1

সেবার কলকাতার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত রেখে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, দিল্লির সিএম অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, অন্ধ্রের টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু। যদিও কোনও বিরোধীতাই ধোপে টেকেনি। বিরোধীদের বুড়ো আঙুল দেখিয়ে ৩৫০ আসন দখল করে স্বমহিমায় দ্বিতীয়বার মসনদে বসেছিলেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতে হলে দিতে হবে ২০০ টাকা, বীরভূম ট্যাক্স কালেক্টরের কীর্তিতে ‘থ’ এলাকাবাসী

 

file7qyf4inxd48uh23ncdx

এবারের নির্বাচন নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। ইতিমধ্যেই রাজ্য সফর শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রীও। আগামী মাসের শুরুতেই বঙ্গ সফরে আসার কথা রয়েছে তার। বাংলায় এসে সন্দেশখালির হিন্দু মহিলাদের সাথে দেখাও করতে পারেন তিনি। এক সপ্তাহের মধ্যে মোট তিনটি সভার আয়োজন করা হয়েছে বাংলায়। এসবের মধ্যে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে সরব হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর