ফের কংগ্রেসে ভাঙন ধরাচ্ছে তৃণমূল, এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিতে চলেছে দলে

বাংলা হান্ট ডেস্কঃ এর আগেই অসমে কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিয়েছে তৃণমূল, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জনপ্রিয় নেত্রী সুস্মিতা দেব। ফের একবার এমনই সম্ভাবনা তৈরি হলো মেঘালয়েও। এবার জল্পনা তৈরি হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়েই। মুকুল সাংমা কংগ্রেসের অন্যতম জনপ্রিয় নেতা তথা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০১৮ সাল অবধি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার এই দলবদল সম্ভাবনা তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই অবাক অনেকে।

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন তিনি। যার জেরে এই জল্পনা আরও বেশি হাওয়া পেতে শুরু করেছে। অনেকের মতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দূরত্ব তৈরি হয়েছে এই বর্ষীয়ান কংগ্রেস নেতার। তার ওপর কয়েক দিন আগেই মুকুলকে সরিয়ে ভিন্সেন্ট এইচ পালকে রাজ্য সভাপতি হিসেবে নির্বাচন করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

যার জেরে ফাটল আরও স্পষ্ট হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও তৃণমূল নেতাদের সাথে দেখা করার নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে এমনটা মানতে রাজি নয় রাজ্য কংগ্রেস। তারা জানিয়েছে, “কলকাতায় একটি কাজে গিয়েছিলেন সাংমা। সেখানেই তৃণমূল নেতাদের আথিতেয়তা গ্রহণ করেছেন তিনি। এর মধ্যে বিশেষ কোনও রাজনৈতিক সমীকরণ নেই।”

abhishek banerjee

তবে কংগ্রেস অস্বীকার করলেও বিভিন্ন রাজ্যে কংগ্রেসের ভাঙন মোটের উপর স্পষ্ট এবং তাদের অনেকেই যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। বিশেষত ত্রিপুরায় প্রতিদিনই কোন না কোন কংগ্রেস নেতা যোগ দিচ্ছেন তৃণমূলে। এমতাবস্তায় মুকুল সাংমাও যদি ঘাসফুল শিবিরের নাম লেখান তাহলে কংগ্রেসের জন্য সংকট যে আরও বাড়বে এ নিয়ে কোন সন্দেহ নেই। কারণ স্বাভাবিকভাবেই তার হাত ধরে আরও অনেক নেতাই যোগ দেবেন তৃণমূলে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর