‘বিধানসভায় দু’হাত তুলে নৃত্য করেছেন শুভেন্দু’, চাঞ্চল্যকর অভিযোগ TMC-র! বিরোধী দলনেতা হঠাৎ ‘খুশির’ কারণ কী?

বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা অধিবেশন চলাকালীনই নাকি ‘দু’হাত তুলে নেচেছেন’ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে তৃণমূল (TMC) শিবির। জানা যাচ্ছে শুভেন্দুর আচরণের নিন্দা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও (Biman Banerjee)। তবে বিজেপি (Bharatiya Janata Party) বা শুভেন্দু এই সম্পর্কে কোনও মন্তব্যই এখনও করেননি।

বিধানসভা সূত্রে খবর, মঙ্গলবার বিধানসভায় কেন্দ্রীয় ‘বঞ্চনা’ নিয়ে আলোচনা হচ্ছিল। কেন্দ্রের টাকা আটকে দেওয়ার অভিযোগ নিয়ে রাজ্যের পালটা বক্তব্য রাখেন শুভেন্দু (Suvendu Adhikari)। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের চিঠির প্রসঙ্গ তুলে শুভেন্দু দাবি করেন, ‘আমি কখনও কেন্দ্রের টাকা বন্ধ করার কথা বলিনি। আমি বলেছি চুরি বন্ধ করতে। চুরি বন্ধ হোক, দরকার পড়লে আমিও দিল্লি গিয়ে টাকা আদায় করব।’ শুভেন্দুর এই মন্তব্যের জবাব দিতে ওঠেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

   

চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) সময় শেষ হয়ে যাওয়ার পরও বলতে থাকেন। কেন তাঁকে বলার সুযোগ দেওয়া হচ্ছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এই প্রশ্ন ছুঁড়ে দেন বিরোধী দলনেতা। তাতে স্পিকার জানান, বিরোধী বিধায়করাও তো অনেক সময় নষ্ট করেন। আর স্পিকার চাইলে কোনও বক্তাকে অতিরিক্ত সময় দিতেই পারেন।

suvendu adhikari

এরই মধ্যে ফের কেন্দ্রীয় বঞ্চনার বক্তৃতায় পিএম কেয়ার ফান্ডের গোপনীয়তার বিষয়টি তুলে আনেন চন্দ্রিমা। সেটার আবার প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক হিরণ এবং অশোক দিন্দা। চন্দ্রিমা তাঁদের বলেন, ‘আপনারা আমার সন্তানসম।’ এর পরই বিজেপি বিধায়করা বিধানসভা ওয়াক আউট করেন।

এর পরই ঘটে যায় এক কান্ড। তৃণমূল অভিযোগ জানিয়ে বলে, ওয়াক আউট করার সময় দু’হাত তুলে কীর্তনের ধাঁচে নৃত্য করেছেন শুভেন্দু। বিধানসভায় তৃণমূলের উপ মুখ্যসচেতক তাপস রায় (Tapas Roy) স্পিকারের কাছে অভিযোগ করেন, ‘কোনও বিধায়ক অসংসদীয় কথা বললে তা রেকর্ড থেকে বাদ দেওয়া হয়। এর আগে বিজেপি বিধায়কেরা অধিবেশনে হাততালি দিয়েছেন। আজ তো বিরোধী দলনেতা দু’হাত তুলে বিধানসভার অধিবেশন কক্ষে নৃত্য করে গেলেন। তার বেলা?’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর