গোয়ায় সঙ্গী পেয়ে গেল তৃণমূল, শিবসেনা আর এনসিপির সঙ্গে করল মহাজোট

বাংলা হান্ট ডেস্কঃ গোয়া বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। কংগ্রেসের সাথে জোট করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে শিবসেনা আজ ঘোষণা করেছে যে, তারা তৃণমূল কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়বে।

এই প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন যে, আমরা মহা বিকাশ অঘাড়ি জোট গঠনের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। কংগ্রেস নেতৃত্বের পুনর্বিবেচনা করা উচিত। আমরা জোটগত দলগুলির জন্য এমন ১০টি আসন দাবি করছিলাম যেখানে কংগ্রেস পার্টি কখনও জিতেনি। বলে দিই যে, শিবসেনা এবং এনসিপি যারা গোয়ায় জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা মহারাষ্ট্রের মতোই কংগ্রেসকে মহা বিকাশ অঘাড়ি জোট করার প্রস্তাব দিয়েছিল, যা কংগ্রেস প্রত্যাখ্যান করেছে।

একইভাবে, তৃণমূলও কংগ্রেসের কাছে জোটের প্রস্তাব করেছিল কিন্তু কংগ্রেস এই নিয়ে উচ্চাবাচ্চ করেনি বলে অভিযোগ তৃণমূল শিবিরের। এরপর শিবসেনা-এনসিপি এবং টিএমসি এখন বিজেপির বিরুদ্ধে একসঙ্গে মাঠে নামছে। এছাড়াও এই জোটে তৃণমূলের সঙ্গে রয়েছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি।

এর আগে, তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছিলেন যে, আগামী মাসে গোয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেস যদি বিজেপিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে না পারে, তবে কংগ্রেসের রাজ্য ইনচার্জ পি চিদাম্বরমকে দায়িত্ব নিতে হবে। বলে দিই, গোয়ায় কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

আপনাদের বলে দিই যে, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৭টি আসন জিতেছিল, বিজেপি ১৩টি আসন জিতেছিল এবং অন্যরা ১০টি আসন জিতেছিল। তবে কেন্দ্র থেকে মনোহর পারিকর রাজ্যে ফিরে আসায়, বিজেপি অন্যান্য ছোট দলগুলির সাথে সরকার গঠন করে। পাশাপাশি, ১৭টি আসনে জয়ী কংগ্রেসের এখন মাত্র দুইজন বিধায়ক অবশিষ্ট রয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর