অভিষেকের ডাকা বৈঠকেই গোষ্ঠীদ্বন্দ্ব! বিতর্কে জড়ালেন কেষ্ট-কাজল, উত্তপ্ত রাজ্য রাজনীতি

Published on:

Published on:

Trinamool Congress conflict in Birbhum over block president

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শীর্ষ নেতৃত্বের বৈঠকেও বেঁধে গেল গোষ্ঠীদ্বন্দ্ব। বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীর উপস্থিতিতে সামনাসামনি সংঘাতে জড়ালেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। সিউড়ির ব্লক সভাপতির পদ নিয়ে শুরু হল বিতর্ক, যা বৈঠকের আবহকেই তপ্ত করে তোলে।

তৃণমূলের (Trinamool Congress) কোর কমিটির বৈঠকে গোষ্ঠীদ্বন্ধ

প্রসঙ্গত, সোমবার বীরভূম সাংগঠনিক জেলার কোর কমিটি এবং শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত ছিলেন সুব্রত বক্সীও। সেই বৈঠকেই সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতির পদে কে বসবেন, তা নিয়ে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। সূত্রের খবর, বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুই নেতার মধ্যে। অভিষেক ও সুব্রত বক্সীর সামনেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়।

বৈঠকের শেষে সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল। অন্যদিকে, বিষয়টি এড়িয়ে গিয়েছেন কাজল শেখ। তিনি বলেন, “সারা রাজ্য নিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছিলেন। আমাদের কাছ থেকে তিনি বিভিন্ন তথ্য নিয়েছেন। আমরা আমাদের সাধ্যমতো তথ্য দিয়েছি। তিনিও আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা একসঙ্গে চলব এবং আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে লড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে ১১টি বিধানসভা কেন্দ্রে যাঁদের যাঁদের মনোনীত করবেন, আমরা তাঁদেরই বিপুল ভোট জয়যুক্ত করে দেখিয়ে দেব।”

বৈঠক শেষে আশিস বন্দ্যোপাধ্যায় জানান, বৈঠকটি কেবল সাংগঠনিক আলোচনার জন্য ছিল। তাঁর কথায়, “সাংগঠনিক কথাবার্তা হয়েছে। সাংগঠনিক কথাবার্তার জন্যই আজ বৈঠক ডাকা হয়েছিল। এখানে কোথাও মতানৈক্য নেই। মতানৈক্য না থাকলে মতানৈক্যর কথা কী করে বলব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন একসঙ্গে কাজ করার জন্য। সবাই একসঙ্গে কাজ করছেন। উনি খুব খুশি যে সবাই একসঙ্গে কাজ করছেন। সমস্ত নেতৃত্বই যে একসঙ্গে কাজ করছেন সেটা তো তিনি নিজেই দেখে নিয়েছেন।” পরবর্তী কোর কমিটির মিটিং পুজোর পরে হবে বলে জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়।

Trinamool Congress conflict in Birbhum over block president

আরও পড়ুনঃ ফাঁসির সাজা থেকে মুক্তি, ৭ বছর পর তন্ত্রসাধনায় নরবলি মামলায় অভিযুক্তদের বেকসুর করল হাইকোর্ট

বীরভূমে ১১টি আসনের মধ্যে ১০টি ইতিমধ্যেই তৃণমূলের (Trinamool Congress) দখলে। শুধু দুবরাজপুরে জয় পেয়েছিল বিজেপি। তবুও ব্লক স্তরে দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় নতুন করে প্রশ্ন উঠছে দলের ভেতরকার ঐক্য নিয়ে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেতৃত্বের বার্তা একটাই, সেটা হল ২০২৬-এর ভোটে ঐক্যবদ্ধ লড়াই করেই সব আসন দখলে রাখতে হবে।