বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে একের পর এক গুলি চলার ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। রবিবার দুপুরেও দক্ষিণ কলকাতার এক জিমে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিস্ফোরক ঘটনা ঘটল কলকাতা বিমানবন্দরে। রাজ্যের শাসক দলের (Trinamool Congress) এক জনপ্রতিনিধিকে তার ব্যাগ সমেত আটক করল বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার পুজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম রবিবার দুপুরে ইন্ডিগোর একটি মুম্বইগামী বিমানে ওঠার জন্য বিমানবন্দরে পৌঁছন। নিয়মমাফিক তাঁর ব্যাগ স্ক্যান করা হলে তাঁর বাগে ধাতব বস্তু ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই তাঁকে আলাদা করে নিয়ে গিয়ে ব্যাগ খুলে তল্লাশি চালানো হয়।
তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের ব্যাগ থেকে উদ্ধার ৬ রাউন্ড কার্তুজ
তল্লাশিতে একে একে উদ্ধার হয় ৭.৬৫ মিমি ক্যালিবারের ৬ রাউন্ড কার্তুজ এবং একটি ম্যাগাজিন। ওই সরঞ্জামের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি কাউন্সিলর আমিরুল ইসলাম। ফলে বিমানবন্দরেই তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি কেন এই সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন তার কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেন নি ওই কাউন্সিলর। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ নতুন GST সংস্কারে ২০ হাজার কোটি টাকা ক্ষতি রাজ্যের, পুজো উদ্বোধনে গিয়ে বিস্ফোরক বার্তা মমতার
এদিকে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এখনও পর্যন্ত এই ঘটনার কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে শাসক দলের এক কাউন্সিলরের ব্যাগ থেকে এভাবে আগ্নেয়াস্ত্রের কার্তুজ এবং ম্যাগাজিন মেলায় স্বাভাবিক ভাবেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। বিরোধীরাও কটাক্ষ করতে শুরু করেছে।
বিঃদ্রঃ এয়ারপোর্ট পুলিশ এই প্রসঙ্গে এখনও কিছু জানায়নি, তবে বিশেষ সূত্র মারফত এই খবরটি পাওয়া গিয়েছে।