বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সকাল থেকে দেশে কার্যকর হয়ে গেল নেক্সট জেনারেশন জিএসটি (GST 2.0)। রবিবার বিকেলে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে জানিয়ে দেন যে, এবার থেকে সাধারণ মানুষ আরও সাশ্রয় করবেন। সেই মত আজ অর্থাৎ সোমবার থেকে সূচনা হল নতুন জিএসটি (GST 2.0) অধ্যায়ের। এই নতুন সংস্কারে দুধ, ছানা, পনির থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ, সবকিছুর দাম এক ধাক্কায় কমার কথা। এছাড়া নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস ও প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রেও একই কথা আছে।
ক্রেতাদের হতাশা, নতুন সংস্কারে (GST 2.0) দাম কমেনি বাজারে
তবে সোমবার সকালে বাজারে গিয়ে হতাশ হয়েছেন বহু ক্রেতা। বাজারে পুরনো দামেই এখনও বিকচ্ছে জিনিস। এই প্রসঙ্গে উত্তর কলকাতার এক বাসিন্দা জানালেন, “আমি তো এখনও পুরনো দামেই কিনলাম। কারণ এরা পুরনো স্টকের জিনিস বিক্রি করছে। পুজোর সময় যদি দামটা কমত, তাহলে ভাল হত।” এছাড়া অন্য এক ক্রেতার বলেন, “আমি এখনই চিনি কিনে আনলাম বেশি দাম দিয়ে। বলছে পশ্চিমবঙ্গে নাকি এখনও লাগু হয়নি। অনেক তর্কও হল, কিন্তু তাতে লাভ হল না।এখানে এখনও জিনিসের দাম কমেনি।”
ক্রেতাদের অভিযোগের জবাব দিয়েছেন বিক্রেতারাও। এক দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রেতা বলেন, “আজ সকালে পুরনো লটই বিক্রি করেছি। ডিলারকে ফোন করেছিলাম, তিনি জানিয়েছেন বিকেল থেকেই নতুন জিএসটি কাঠামোর সামগ্রী এসে যাবে।” অন্যদিকে, ওষুধ বিক্রেতাদের মধ্যে নতুন জিএসটি সংস্কারের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। নতুন কাঠামোয় কেন্দ্রীয় সরকার ৩৩টি জীবনদায়ী ওষুধের দাম এক ধাক্কায় কমিয়েছে।
আরও পড়ুনঃ ব্যাগ ভর্তি কার্তুজ, বিমানবন্দরে পুলিশি জালে শাসক দলের নেতা, রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য
জীবনদায়ী ওষুধে সাশ্রয়, কিছু দোকানে কার্যকর নতুন সংস্কার (GST 2.0)
কলকাতার এক নামী ওষুধের দোকানের কর্ণধার জানান, “আগে রক্তচাপ কমানোর ওষুধ টেলমার্কের দাম ছিল ২২৭ টাকা। এখন তা হয়েছে ২১২ টাকা। যদিও আমাদের কাছে নতুন প্রিন্টের ওষুধ আসেনি, কিন্তু আমরা নতুন জিএসটি কাঠামো অনুসারে ওষুধ বিক্রি করছি। ফলে রোগীরাও স্বস্তি পাচ্ছেন।”
অতএব, নতুন কাঠামো চালু হলেও বাজারে দাম কমতে সময় লাগবে বলে মনে করছে সাধারণ মানুষ। কারণ বাজারে এখনও পুরনো স্টক মজুত আছে। সেই পুরোনো স্টক শেষ না হওয়া পর্যন্ত আগের দামেই পণ্য বিক্রি হবে।তবে খুব তাড়াতাড়ি নতুন জিএসটি সংস্কার (GST 2.0) কার্যকর হবে।