বাংলা হান্ট ডেস্কঃ গতকাল গার্ডেনরিচে (Garden Reach) এক ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। আজ রবিবার সেই গার্ডেনরিচেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কাউন্সিলরের ছেলের রহস্য মৃত্যু ঘিরে ফের তুঙ্গে শোরগোল। মৃত্যুর খবর সামনে আসতেই ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলের মৃত্যু ঘিরে বর্তমানে একাধিক রহস্যের জন্ম নিয়েছে। এদিন সকালে গার্ডেনরিচ এলাকায় কাউন্সিলর পুত্র পিন্টু শীলের অফিস থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এক্ষেত্রে আত্মহত্যার অনুমান করা হলেও খুনের সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র মারফত জানা গিয়েছে, মূলত কন্সট্রাকশনের কাজের সঙ্গে জড়িত ছিলো তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ছেলে। এদিন সকালে গার্ডেনরিচের অফিসে পৌঁছে গিয়েছিল সে। তবে পরবর্তীতে অফিস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পিন্টু শীলকে। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।
মৃত্যুর খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। মেটিয়াবুরুজ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। স্থানীয়দের দাবি, গতকাল পর্যন্ত পিন্টুর কথাবার্তাতে কোনোরকম অসঙ্গতি লক্ষ্য করা যায়নি। ফলে এক্ষেত্রে যদি সে আত্মহত্যা করে থাকে, তবে তার পিছনে কারণ কি কিংবা এই মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তৎপর প্রশাসন।
উল্লেখ্য, সম্প্রতি খিদিরপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অপর এক কাউন্সিলর পুত্রর। ওই ঘটনার দরুণ তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারের পুত্র রাম কিঙ্কর রামের গাড়ির ওপর লরি উল্টে গিয়ে মৃত্যু হয় তার। সেই ঘটনায় ফিরহাদ হাকিম থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শোক প্রকাশ করেন।