২ কোটি নাম বাদ দেওয়ার চেষ্টা? SIR বন্ধের দাবিতে কমিশনের দরজায় তৃণমূল

Published on:

Published on:

Trinamool Congress demands stop to SIR process
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে ফের প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তাদের অভিযোগ SIR প্রক্রিয়ার নামে রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, হাজার হাজার মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে, আর কমিশন বিজেপির ইশারায় চলছে। শনিবার এই অভিযোগ জানিয়ে CEO দপ্তরে স্মারকলিপি দেয় তৃণমূল প্রতিনিধি দল।

কমিশনে গিয়ে অভিযোগ জানায় তৃণমূল (Trinamool Congress)

শনিবার তৃণমূলের (Trinamool Congress) কয়েকজন নেতা নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানান। বৈঠক শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কমিশনের BLO অ্যাপে সমস্যা, ডেটা ভুল হচ্ছে, আর অনেক জায়গায় মানুষের ছবি ভুল দিয়ে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, “কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। বিজেপির মত অনুযায়ী কাজ করছে। এই কারণে ৩৫ জনের মৃত্যু হয়েছে, ৩ জন BLO আত্মহত্যা করেছেন। আজও চাপড়ায় এক BLO আত্মঘাতী হয়েছেন।”

অরূপ আরও বলেন, “প্রত্যেক বুথে ১৫০-২০০ নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। কমিশনের ওয়েবসাইটে অনেক ভুল। ইচ্ছা করে নম্বর ভুল দেওয়া হচ্ছে। বলা হয়েছে প্রায় ২ কোটি মানুষের নাম বাদ দিতে।” তৃণমূলের (Trinamool Congress) সাংসদ পার্থ ভৌমিকও দাবি করেন, কমিশন মাত্র দু’মাসে দুই বছরের কাজ শেষ করতে চাইছে কারণ তারা এক রাজনৈতিক দলকে খুশি করতে চাইছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “BLO-দের যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়নি। তাই কাজ করতে সমস্যা হচ্ছে। কমিশনের দেওয়া তথ্যও ঠিক নয়।”

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে বলেন, SIR প্রক্রিয়ায় মানুষ বিপদে পড়ছেন। তাঁর অভিযোগ, পরিকল্পনা ছাড়া এই কাজ শুরু হয়েছে, তাই সাধারণ মানুষ, BLO এবং আধিকারিকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।

Trinamool Congress demands stop to SIR process

আরও পড়ুনঃ তিন জেলাশাসকের বিরুদ্ধে সরাসরি নালিশ! শুভেন্দুর অভিযোগে নড়েচড়ে বসল কমিশন

এই প্রসঙ্গে মমতা লেখেন, “প্রস্তুতি বা সঠিক প্ল্যান ছাড়াই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনেক BLO ভোটারের সঙ্গে দেখা করতে পারছেন না। ফলে কাজ আরও কঠিন হয়ে যাচ্ছে।” তৃণমূলের (Trinamool Congress) দাবি এখনই SIR বন্ধ করতে হবে, না হলে আরও বিশৃঙ্খলা বাড়বে।