শনি মন্দিরের অনুষ্ঠানে একি কাণ্ড! TMC সাংসদ বিধায়কের চুলোচুলি, বিড়ম্বনায় কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ দিন দিন ক্রমশ্যই বাড়ছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল (Trinamool Congress Inner Clash)! শনি মন্দির উদ্বোধনে এসেও তা বন্ধ হল না। তৃণমূল বিধায়ক তাপস রায়কে (Tapas Roy) দেখে সটান অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন দলেরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)! শনিবার রামমোহন রায় রোডে নগেন্দ্র মঠের শনি মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দলের অন্দরে।

জানা গিয়েছে অনুষ্ঠান শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত হন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে দলের অন্দর সূত্রে খবর বরানগরের বিধায়ক তাপস রায় সেখানে প্রবেশ করতেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান সুদীপবাবু।

এই বিষয় আরও স্পষ্ট হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যারা এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তাদের সকলকে আমি পছন্দ করি না! “ ওদিকে চুপ করে থাকেননি বিধায়কও। পাল্টা তিনি বলেন, ” কে কখন আসবেন, কে কখন বেরিয়ে যাবেন এই নিয়ে আমি কী করে বলব! আমাকে ডেকেছে কুণাল, তাই এসেছি। ”

আরও পড়ুন: তৃণমূলে থাকতেই মোদী অনুপ্রেরণা! যোগা করে কমিয়েছেন ২৪ কেজি, সুকান্তর সাথে কে এই মিতালি?

উল্লেখ্য, এই অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই বিষয়ে তিনি বলেন, “সুদীপ দা অনুষ্ঠান শুরুর বেশ খানিকক্ষণ আগেই এসে উপস্থিত হয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক জায়গায় দেখা হওয়ার কথা ছিল। তাই সেখানে আগে পৌঁছানোর জন্যই অনুষ্ঠান শুরুর আগেই বেরিয়ে যান তিনি!”

tmc flag

আরও পড়ুন:  অভিষেকের পাল্টা সুকান্ত! ধূপগুড়িতে এক চালেই গেম চেঞ্জ, বিজেপি যোগ হেভিওয়েট তৃণমূল নেত্রীর

কুণাল ঘোষ বিষয়টিকে বড় করে না দেখালেও দলের সাংসদ ও বিধায়কের এই দ্বন্দ্ব সকলেরই চোখে পড়েছে। যা নিয়ে বেশ চর্চাও শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত এদিন অনুষ্ঠানে উপস্থিত একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার সামনেই ঘটনাটি ঘটে।

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর