বাংলাদেশে পাচার সবুজ সাথীর সাইকেল, বদলে আসছে মমতার ছবি দেওয়া টি-শার্ট! তুমুল শোরগোল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দিনকয়েক আগেই সামনে এসেছিল বাংলাদেশে (Bangladesh) সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ। এবার লোকসভা ভোটের আবহে পড়শি দেশ থেকে তৃণমূল (Trinamool Congress) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টি-শার্ট আসছে বলে দাবি করলেন এক নেটিজেন। রীতিমতো ‘প্রমাণ’ সহ সমাজমাধ্যমে পোস্ট করলেন তিনি।

সম্প্রতি একজন নেটাগরিক নিজের ফেসবুক প্রোফাইলে একটি টি-শার্টের ছবি শেয়ার করেন। তার সামনে প্রিন্ট করা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। ওপরে লেখা, ‘তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না’। সেই টি-শার্টটিরই পিঠের অংশের ছবিতে দেখা যাচ্ছে, ‘মেড ইন বাংলাদেশ’ লেখা।

এই দু’টি ছবি করে সংশ্লিষ্ট নেটিজেন লেখেন, ‘বাংলাদেশ থেকে আসা টি-শার্টে দিদির ছবি… বাংলাদেশের টি-শার্ট পরেই প্রচার করবে তৃণমূলীরা। বাংলাদেশে সবুজ সাথীর সাইকেল যাচ্ছে তার বদলে মনে হয় টি-শার্ট আসছে…। এতো দেখছি ইন্টারন্যাশানাল তৃণমূল দল’।

আরও পড়ুনঃ গীতা হাতে মনোনয়ন জমা সৌমিত্র খাঁ-র! উনিশের চেয়ে বেশি ভোটে জিতব, হুঙ্কার BJP প্রার্থীর

ইতিমধ্যেই এই পোস্টের কমেন্ট সেকশনে একাধিক নেটিজেন নিজেদের মতামত ব্যক্ত করেছেন। কেউ লিখেছেন, ‘বাংলাদেশের মুসলিমদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা রয়েছে’। কারোর আবার দাবি, বাংলাকে দেশকে কোটি কোটি টাকা লাভ করানোর ধান্দা শুরু করেছে তৃণমূল কংগ্রেস’।

উল্লেখ্য, দিন কয়েক আগেই সামনে আছে বাংলাদেশের বুকে সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, বাংলাদেশে এই ধরণের সবুজ সাথী সাইকেলের মূল্য ৭০০০ থেকে ৮০০০ টাকা। সেখানে এই ধরণের নতুন সাইকেলের দাম ১৪০০০ থেকে ১৫০০০ টাকা। অর্থাৎ অর্ধেক মূল্যে বহু মানুষ সবুজ সাথীর সাইকেল কিনছে বলে অনুমান অনেকের।

Trinamool Congress viral post

এই রাজ্যের সাইকেল কীভাবে বাংলাদেশে পাচার হচ্ছে সেই সেটাও তুলে ধরা হয়েছিল ওই প্রতিবেদনে। বলা হয়েছিল, মূলত দু’ভাবে সবুজ সাথীর সাইকেল পড়শি দেশে যাচ্ছে। প্রথমত, এদেশের বহু মানুষের কাঁটাতারের ওপারে চাষের জমি রয়েছে। তাঁরা সাইকেল চালিয়ে যান, ফেরার সময় পায়ে হেঁটে আসেন। ওখানে গিয়ে সবুজ সাথীর সাইকেল বিক্রি করে দেন। সীমান্তরক্ষা বাহিনীর চোখে ধুলো দিয়েই এই কাজ চলে বলে খবর। আর একটি হল চোরাপথ। বহু খোলা বর্ডার দিয়ে এই কাজ চলে বলে অভিযোগ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X