মশলা দিয়ে ভোটারদের থেকে তথ্য হাতাচ্ছে ‘কুচক্রী’রা! কানে আসতেই বিরাট পদক্ষেপ নিল তৃণমূল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই বাজবে ভোটের দামামা। ইতিমধ্যেই ছাব্বিশের নির্বাচনের (WB Assembly Elections) তোরজোড় শুরু করে দিয়েছে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল। তৃণমূল (Trinamool Congress) থেকে বিজেপি (BJP), সংগঠন মজবুত করার কাজে নেমে পড়েছে প্রত্যেকে। এই আবহে সামনে আসছে গুরুতর অভিযোগ! কিছু ‘কুচক্রী’ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানান তথ্য সংগ্রহ করছেন। এই নিয়ে দলের নেতাদের সতর্ক করে সার্কুলার জারি করেছে তৃণমূল।

দলের নেতাদের কী বলেছে জোড়াফুল শিবির (Trinamool Congress)?

জানা যাচ্ছে, সম্প্রতি জঙ্গলমহলের বিনপুরে এই ধরণের একটি ঘটনা ঘটেছে। এরপর এই নিয়ে দলের অন্দরে আলোচনা হয়। তারপরেই তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার একটি সার্কুলার জারি করেন। সেখানে বলা হয়েছে, ‘স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিও-র নাম করে কয়েকজন কুচক্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কখনও মশলা, কখনও আবার অন্যান্য জিনিস বিনামূল্যে বিতরণ করে পরিবর্তে তাঁদের নাম, নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহ করছেন’।

তৃণমূল (TMC) সূত্রে খবর, শুধুমাত্র ভোটারই নয়, দলের বুথ ও অঞ্চল স্তরের নেতাদের কাছেও ‘কুচক্রী’রা যাচ্ছেন। বুথ ও অঞ্চলে স্তরের নেতাদের বলছেন, শীর্ষ নেতৃত্ব তাঁদের পাঠিয়েছে। একথা বলে দলের নেতাদের থেকে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। ভুয়ো পরিচয় দিয়ে তথ্য সংগ্রহ করার অভিযোগে ইতিমধ্যেই বাংলা জুড়ে মোট ১৬টি এফআইআর দায়ের হয়েছে। তৃণমূল সূত্রে এমনটাই খবর।

আরও পড়ুনঃ চাকরিহারাদের প্রসঙ্গে মুখ খুললেন শিক্ষামন্ত্রী! কী বললেন ব্রাত্য বসু?

এই ‘কুচক্রী’দের নিয়ে দলীয় নেতাদের সতর্ক করে দিয়েছে জোড়াফুল শিবির। সার্কুলারে বলা হয়েছে, ‘অবিলম্বে আপনার/ আপনাদের অঞ্চলে লক্ষ্য রাখুন ও সব স্তরের বুথকর্মীদের নিয়ে বৈঠক করে সবাইকে সতর্ক ও সচেতন করুন’।

তথ্য হাতানোর উদ্দেশে এই ‘কুচক্রী’রা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও ঢুকে পড়েছেন বলে জানানো হয়েছে। দলের নেতাদের সতর্ক করে সার্কুলারে বলা হয়েছে, ‘আমাদের সকল অভ্যন্তরীণ খবরাখবর নেওয়া এদের উদ্দেশ্য। সেই জন্য আপনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এফআইআর করুন ও আমাদের জানান’।

Trinamool Congress TMC flag

জানা যাচ্ছে, তথ্য হাতানোর এই ‘ষড়যন্ত্রে’র নেপথ্যে বিজেপি রয়েছে বলে মনে করছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, কয়েক মাস আগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের সমাবেশ থেকে ভোটার তালিকা নিয়ে বড় বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নির্দেশ মতো বর্তমানে বুথ স্তরে ভোটার লিস্ট যাচাইয়ের কাজ চলছে। দলের নেতারা এলাকায় তথ্য সংগ্রহ করার কাজ করছেন। এই আবহে বিজেপিই এভাবে তথ্য হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে বলে মনে করছে জোড়াফুল শিবির। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি।

পদ্ম শিবিরের মুখপাত্র রাজর্ষি লাহিড়ী বলেন, ‘তৃণমূল কংগ্রেস একটা চোরেদের দল। ওদের সম্বন্ধে মানুষ জানে। আমরা ওদের থেকে আবার কীভাবে তথ্য নেব? বিজেপি এভাবে কাজ করে না’।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে রাজ্যের ক্ষমতায় রয়েছে তৃণমূল (Trinamool Congress)। ছাব্বিশেও আসন ধরে রাখতে মরিয়া তারা। অন্যদিকে পালাবদল করতে চাইছে বিজেপি। এই আবহে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োর বিনিময়ে ভোটারদের তথ্য হাতানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই নিয়ে সার্কুলার জারি করে দলের নেতাদের সতর্ক করে দিয়েছে শাসকদল।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X