ছাব্বিশের ভোটের আগে মাস্টারস্ট্রোক! ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’র ঘোষণা অভিষেকের, কি কাজ?

Published on:

Published on:

abhishek banerjee(8)

বাংলাহান্ট ডেস্ক: বর্তমান যুগ ডিজিটাল যুগ। সকলের হাতে মোবাইল ফোন। তাই সময়ের সাথে তাল মিলিয়ে ফোনকে ‘অস্ত্র’ বানিয়ে বিরাট উদ্যোগ তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ছাব্বিশের ভোটের (Assembly Election 2026) আগে ডিজিটাল মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে হাজির তৃণমূল সাংসদ। নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। আর এই কর্মসূচীর মাধ্যমে ডিজিটাল মাধ্যমে লড়াইয়ের ঘোষণা করে দিলেন অভিষেক।

বিধানসভা ভোটের আগে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ তৈরি অভিষেকের | Abhishek Banerjee

এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল পরিসরে বাংলার মর্যাদা ও সত্য রক্ষার ডাক জন্য যুবসমাজকে আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ বাংলার তরুণ প্রজন্মের জন্য বিশেষ উদ্যোগ অভিষেকের। জানা যাচ্ছে, এই উদ্যোগ ডিজিটাল প্ল্যাটফর্মে রাজ্যের উন্নয়নমূলক কাজ, সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার প্রয়াস। একইসাথে এই নয়া উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হবে ভুয়ো খবর ও প্রোপাগান্ডার বিরুদ্ধে তথ্যনির্ভর লড়াই।

সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত—যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে।”

ফেসবুকে ভিডিও দেখুন: https://www.facebook.com/reel/738875352537269

অভিষেক বলেন, “এখন আমাদের দায়িত্ব হল বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য-পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া – ভারতের প্রতিটি প্রান্তে এবং সমগ্র বিশ্বে।”

Abhishek Banerjee

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর! বাংলায় শুরু হচ্ছে হাজার হাজার সরকারি নিয়োগ, কিভাবে আবেদন করবেন?

অভিষেকের আর্জি, “যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন। নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন এবং একসাথে দেখিয়ে দিন বিশ্বকে—যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে, তখন কী অসাধ্য সাধন করা যায়।” এবার বিধানসভা ভোটের আগে অভিষেকের নয়া কর্মসূচী কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার।