ফের শাসক! সরকারি হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীকে শাসানির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল জেলা সভাপতি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালে রোগী, স্বাস্থ্যকর্মী হেনস্থার খবরে ছড়িয়েছে চাঞ্চল্য। উলুবেড়িয়া হাসপাতাল, বীরভূমের মহম্মদ বাজারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পর এবার উত্তর দিনাজপুরে মহিলা স্বাস্থ্যকর্মীকে শাসানোর অভিযোগ উঠল তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে। নার্সকে ধমক দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে।

সরকারি হাসপাতালে নার্সকে শাসানোর অভিযোগ তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে

ইসলামপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত মহিলা স্বাস্থ্যকর্মীকে শাসানোর অভিযোগ উঠল তৃণমূলের (Trinamool Congress) জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে। জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর অভিযোগ পেয়েই নাকি হাসপাতালে এসে মহিলা স্বাস্থ্যকর্মীকে ‘ধমক’ দিয়েছিলেন তিনি।

Trinamool Congress leader allegedly misbehaved with government hospio nurse

কী ঘটেছে ঘটনাটি: ঘটনার সূত্রপাত গত বুধবার। বছর ৫৬-র এক রোগী ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সুস্থ হয়ে যাওয়ায় তাঁকে ছুটি দেওয়া হয়। কিন্তু ওইদিন সন্ধ্যাবেলাতেই ফের অসুস্থ হয়ে পড়েন ওই রোগী। কিন্তু পরিবারের অভিযোগ, ফের তাঁকে হাসপাতালে নিয়ে আসলে দীর্ঘক্ষণ কোনও ডাক্তার বা নার্স আসেনি। এমনকি আশেপাশে নার্সরা থাকলেও তাদের ডাকে সাড়া দেয়নি বলে অভিযোগ করেন রোগীর পরিবার। তারপরেই মৃত্যু হয় রোগীর।

আরও পড়ুন : গডফাদার ছাড়াই সফল অক্ষয়, শাহরুখের অভিনয় ‘বিরক্তিকর’! চাঁচাছোলা নাসিরউদ্দিন

তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ: হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন মৃত রোগীর পরিবার। সূত্র মারফত খবর, এরপরেই হাসপাতালে এসে উপস্থিত হন তৃণমূলের (Trinamool Congress) জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল। অভিযোগ, হাসপাতালে এসেই এক নার্সকে আঙুল উঁচিয়ে শাসান তিনি। রীতিমতো ধমকের সুরে তিনি কথা বলেন বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন :এক সপ্তাহের মধ্যেই বাংলায় SIR? তামিলনাড়ুতে নির্ঘন্ট ঘোষণার মাঝেই বঙ্গ নিয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার

এই ঘটনায় হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেই খবর। কিন্তু তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে কোনও অভিযোগ কোথাও দায়ের হয়নি এখনও পর্যন্ত। ইদানিং এমন ঘটনার খবর প্রায়ই জায়গা করে নিচ্ছে সংবাদ শিরোনামে। কিছুদিন আগেই বীরভূমের মহম্মদবাজারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নার্সের উপরে মত্ত অবস্থায় হামলার অভিযোগ ওঠে। তার আগে উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎককে ধর্ষণের হুমকি এবং মারধোরের ঘটনা ঘটে। পরপর এমন সব ঘটনা রাজ্যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।