বাংলা হান্ট ডেস্কঃ ফের স্বমহিমায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গত মাসেই জেল থেকে ফিরেছেন। তারপর থেকেই আসতে আসতে ‘বাঘ’ ফিরছে নিজের পুরোনো ফর্মে। এরই মধ্যে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গড়ে দেওয়া কোর কমিটি নিয়ে এবার বিস্ফোরক অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জেলা রাজনীতিতে।
সম্প্রতি বিস্ফোরক দাবি করে অনুব্রত বলেন, ‘আগে এই কোর কমিটিতে ১১ জন সদস্য ছিলেন। এখন কোর কমিটি বোলপুরকেন্দ্রিক হয়ে গিয়েছে। সদস্য সংখ্যা ১৫ হওয়া উচিত’। প্রসঙ্গত, অনুব্রত জেলে যাওয়ার পর বীরভূমে তৃণমূলের এক কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষকে নিয়ে গঠিত হয় সেই কমিটি।
লোকসভা ভোটের মুখে প্রথমে ৫ সদস্যের কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত ঘনিষ্ঠদেরই সেখানে প্রভাব অধিক ছিল। পারে অবশ্য অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখকেও কমিটিতে নেওয়া হয়। গরু পাচার মামলায় প্রায় দু’বছর জেলে ছিলেন অনুব্রত। সেই সময়ের মধ্যে অনুব্রতর ‘চেয়ার’ কাউকে না দিলেও সব ক্ষমতা ছিল কোর কমিটির হাতেই। সাম্প্রতিক লোকসভা নির্বাচনেও ভালো মতো দায়িত্ব সামলেছে সেই কোর কমিটি। জেলায় বিপুল ভোটের জয়ী হয়েছে তৃণমূল। যদিও কেষ্ট জেল থেকে ফেরত এলেও এখনও সেই কোর কমিটি রয়েছে।
এদিকে পুজোর আগে অনুব্রত বীরভূমের ফেরার পর থেকে কোর কমিটির সদস্যদের সঙ্গে তার সংঘাত প্রকাশ্যে এসেছে বারেবারে। এরই মধ্যে এবার কোর কমিটিতে বদল চাইছেন কেষ্ট। মনে করা হচ্ছে অনুব্রত ফিরে আসার আনন্দে তার অনুপ্রেরণায় ফের জেলায় তৃণমূলের যেসকল নেতা সক্রিয় হয়েছেন, তাদের কোর কমিটি জায়গা করে দেওয়ার লক্ষ্যই কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর কথা বললেন কেষ্ট।
আরও পড়ুন: বদলে গেল নিয়ম! মিলবে আরও বেশি পেনশন, সরকারি কর্মীদের জন্য জারি নয়া নির্দেশিকা
এদিকে সম্প্রতি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে অনুব্রত বলেন তিনি কোর কমিটির বৈঠক ডাকবেন।কেষ্ট বলেন, ”আগে কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো মিটে যাক, তারপর আমি জেলা কমিটির মিটিং ডাকব। কোর কমিটির মিটিং ডাকব। তার পর কলকাতা যে ভাবে বলবে, সে ভাবে চলব।” কোর কমিটির সদস্য না হয়েও কিভাবে তিনি বৈঠক ডাকবেন সেই নিয়ে শুরু হয় চৰ্চা।