বাংলা হান্ট ডেস্কঃ এতদিন বীরভূম জেলা সভাপতির পদ ‘আলোকিত’ করে ছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট (Anubrata Mondal)। তবে সম্প্রতি সেই পাঠ চুকেছে। শনিবার বীরভূমে সভাপতি পদ একেবারের মতো তুলে দিয়েছে তৃণমূল। এরপর রবিবার কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সমস্ত জল্পনা উড়িয়ে সেখানেও যোগদান করেছিলেন অনুব্রত।
কী বললেন পদ হারা কেষ্ট? Anubrata Mondal
পদ চলে গেলেও ময়দান ছাড়েননি কেষ্ট। নিজের মতোই কর্মসূচী করছেন জেলাজুড়ে। বীরভূমের তিনটি মহকুমায় মিছিলের ডাক দিয়েছেন অনুব্রত একা। ২৪ মে রামপুরহাট, ২৫ মে বোলপুর এবং ২৬ মে সিউড়িতে মিছিল করা হবে বলে জানিয়েছেন অনুব্রত। সেই কর্মসূচীতে সবুজ সংকেতও পেয়েছেন তিনি। তবে পদ যাওয়ায় কী তার ক্ষমতা কমেছে? পদ হারিয়ে কি প্রতিক্রিয়া দাবাং অনুব্রতর?
অনুব্রত সাফ জানান, ‘পদ না পেয়ে অম্বল হবে, এরকম মানুষ আমি নই। আমায় তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিল। চাইলে তো হতে পারতাম তখনই। কবেই বিধায়ক, সাংসদ হতে পারতাম। পদের মোহ আমি করিনা। মানুষের পাশে থাকাটাই আমার কাজ।’
ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f
অনুব্রত আরও বলেন, ‘জেল যখন খেটেছি, তখন কোনও দিনই অন্য দলে যাব না। কারণ, অন্য দলে গেলে তো এই জেলও খাটতে হত না।’ এদিকে শোনা গিয়েছে, আগামী দিনে জেলায় দলের কোনও মিটিং-মিছিল যাতে সে না ডাকে সেই নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাফ নির্দেশ, এরপর কোনও কর্মসূচি হলে, তা করবেন একমাত্র দলের জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় খবর! শীঘ্রই বড় পদক্ষেপ নেবে CBI! ঘুরে যাবে মামলার মোড়?
তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ, জেলায় দলের সংগঠনের কাজকর্ম দেখভালের দায়িত্ব থাকবে কোর কমিটির উপরই। নেত্রীর নির্দেশমতোই জেলায় কোর কমিটি দল পরিচালনা করবে বলে জানা গিয়েছে।