বাংলা হান্ট ডেস্কঃ কসবা ল কলেজ কাণ্ডের ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন করে বিতর্কে তৃণমূল (Trinamool Congress)। এবার আলিপুরদুয়ারের ফালাকাটায় এক মহিলাকে রাস্তার মাঝে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। ঘটনায় উত্তাল এলাকা, প্রতিবাদ জানিয়েছে বিজেপি (BJP) নেতৃত্ব। অভিযোগ, কুঞ্জননগরের একটি সরকারি প্রকল্প নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। কাজ শুরু হলে প্রতিবাদ জানাতে যান কয়েকজন মহিলা। তখনই অসিত কর ও অর্জুন দাস নামে দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য তাঁদের গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ। মহিলাদের গায়ে হাত তোলার সেই ছবি মোবাইলে রেকর্ড হয়ে ছড়িয়ে পড়ে নেটমাধ্যদিয়া

নতুন করে বিতর্কে তৃণমূল (Trinamool Congress)
ভিডিয়োটি প্রথম পোস্ট করেন বিজেপি বিধায়ক দীপক বর্মণ (Dipak Barman)। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) তা শেয়ার করেন। বিজেপির তরফে তীব্র প্রতিবাদ জানিয়ে ফালাকাটা থানায় এফআইআর দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এই ঘটনার নিন্দা করার ভাষা নেই। রাজ্যে মহিলাদের কোনও সুরক্ষা নেই।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে মা বোনেরা একদমই সুরক্ষিত নয়। প্রতিনিয়ত মহিলারা লাঞ্ছিত হচ্ছেন। এবার আলিপুরদুয়ারে এক প্রবীণাকেও ছাড়া হল না। তাঁকে মাটিতে ফেলে লাথি মারা হয়েছে।” শুভেন্দুর অভিযোগ, কুঞ্জনগরের জলদাপাড়া বনাঞ্চল এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন গ্রামবাসীরা। সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন মহিলারাও। তাঁদের উপর চড়াও হন তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য, অর্জুন দাস এবং অসিত কর।
আরও পড়ুনঃ তৃণমূলের সাথে ৪২ লক্ষ ভোটের ফারাক! কিভাবে মিটবে ব্যবধান? বিধানসভা ভোটের আগে অঙ্ক কষছে গেরুয়া শিবির

প্রশাসনের দায়িত্ব এড়ানোর চেষ্টা?
এই ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “আমি এই ঘটনার বিষয়ে কিছু জানি না। তবে উত্তরপ্রদেশে কী হচ্ছে সেটাও বিজেপি নেতাদের দেখা উচিত।” তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে ক্ষোভ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবি, তৃণমূলের নেতারা বারবার আইন হাতে তুলে নিচ্ছেন, আর শাসকদল চুপ।
এই ঘটনায় ফের প্রমাণিত, গ্রামাঞ্চলেও মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। ফালাকাটার রাজনীতিতে ফের একবার উত্তেজনার পারদ চড়িয়েছে এই ঘটনা। শনিবার বিজেপির প্রতিবাদ সভা হওয়ার কথা রয়েছে।
তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে মা বোনেরা একদমই সুরক্ষিত নয়। প্রতিনিয়ত রাজ্যের প্রায় সর্বত্র মহিলারা তৃণমূল নেতা কর্মীদের হাতে অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছেন। এবারের ঘটনা আলিপুরদুয়ারে:-
আলিপুরদুয়ার জেলার কুঞ্জনগর জলদাপাড়া বনাঞ্চল এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রতিবাদে… pic.twitter.com/k92Zsgqx6B
— Suvendu Adhikari (@SuvenduWB) July 4, 2025