বাংলা হান্ট ডেস্কঃ কলেজ চত্বরে মদ্যপান, সঙ্গে ‘দাদাগিরি’! এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের বিরুদ্ধে। কাঠগড়ায় তৃণমূল (Trinamool Congress) বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে ও টিএমসিপি নেতা দেবার্ক মজুমদার (Debarka Majumdar)। ভাইরাল হয়েছে এক অডিও ক্লিপ, যেখানে দেবার্ক নিজেই কলেজে মদ্যপানের কথা স্বীকার করছেন। যদিও তিনি দাবি করছেন—সবই দলের (Trinamool Congress) একাংশের চক্রান্ত।
ভাইরাল অডিওতেই স্বীকারোক্তি? বলছেন দেবার্কই ‘আমি খেয়েছি’
সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়, যেখানে এক যুবককে বলতে শোনা যায়, “হ্যাঁ, মদ খেয়েছি কলেজে।” দাবি, সেটি দেবার্ক মজুমদারের গলাই। সূত্র বলছে, ঘটনাটি দীনবন্ধু কলেজ চত্বরে ঘটে। কলেজ সূত্রে জানা যাচ্ছে, ছাত্র সংসদ নিয়ন্ত্রণ ঘিরে দীর্ঘদিন ধরেই সংঘর্ষের আবহ তৈরি হচ্ছিল। এই অডিও যেন সেই অশান্তি আগুনে ঘি ঢালল।
টিএমসিপি (Trinamool Congress) নেতার ‘দাদাগিরি’, অভিযোগের তির বিধায়কপুত্রের দিকে
শুধু মদ্যপানই নয়, ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ, দেবার্ক কলেজে দীর্ঘদিন ধরেই দাদাগিরি চালিয়ে আসছেন। কেউ প্রতিবাদ করলে শাসান, এমনকী ক্লাসরুমেও ‘রাজনীতি’ ঢুকিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। যদিও দেবার্ক মজুমদার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা দলেরই একটা গোষ্ঠীচক্র। আমায় কালিমালিপ্ত করতেই এসব করা হচ্ছে।”
আরও পড়ুনঃ “পুরোটাই সাজানো”—রাজন্যার AI ছবি বিতর্কে বিস্ফোরক মন্তব্য বন্ধু বৈশালীর
বিধায়কের ছেলে বলে ছাড়? উত্তাল কলেজ রাজনীতি
তৃণমূল ছাত্র পরিষদ (Trinamool Congress) সূত্রে খবর, দলের একাংশ এই ঘটনার জেরে রীতিমতো অস্বস্তিতে। তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার এখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে কলেজের কিছু অধ্যাপকের দাবি, শৃঙ্খলা রক্ষা করতে না পারলে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, অনেকেই প্রশ্ন তুলছেন—‘বিধায়কপুত্র (MLA’s son) বলে কি এসবের দায় এড়ানো যায়?”