কলেজে ফেস্টে মাথায় মদের গ্লাস, গানের তালে তৃণমূল ছাত্রনেতার উত্তাল নাচ! এবার বিতর্কে ভৈরব গাঙ্গুলী কলেজ

Published on:

Published on:

Trinamool Congress leader in viral college dance video

বাংলা হান্ট ডেস্কঃ কলেজে এখন আর পড়াশোনার জায়গা নয়, বরং দিন দিন হয়ে উঠছে বিনোদনের মঞ্চ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাওয়া একটু ভিডিও তেমনটাই বলছে। ভিডিওতে দেখা গিয়েছে, মাথায় মদের গ্লাস রেখে হিন্দি গানে কোমর দোলাচ্ছেন এক যুবক। পাশে বেলি ড্যান্সার। জায়গাটা কোনও পানশালা নয়, বরং ভৈরব গাঙ্গুলি কলেজ (Bhairab Ganguly College)। আর যিনি এই নাচ করছেন, তিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা রানা বিশ্বাস (Rana Biswas)। ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

মায়ের পরিচয় কাউন্সিলর, ছেলে ফেস্টে নায়ক?

জানা গেছে, বছর দশেক আগে কলেজ থেকে পাশ করেছেন রানা। তাঁর মা কামারহাটি পুরসভার কাউন্সিলর। তবু এখনও ফেস্টে রাজার মতো উপস্থিতি তাঁর। বিষয়টি নিয়ে কলেজ প্রশাসন মুখ খুলতে চায়নি। গভর্নিং বডির সদস্য ও তৃণমূল নেতা (Trinamool Congress) গোপাল সাহা বলেন, “আমি শুধু নাচ দেখেছি। বেলি ডান্স চিনি না। খারাপ কিছু মনে হয়নি।”  তৃণমূল নেতার এই রূপ বক্তব্য বিতর্ক আরও উসকে দিয়েছে।

সিপিএম (CPM) নেতা সায়নদীপ মুখোপাধ্যায় বলেন, “এক সময় এই কলেজ ছিল সংস্কৃতির পীঠস্থান। এখন ছাত্রনেতা মাথায় মদের গ্লাস রেখে নাচেন!” রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় এক ধাপ এগিয়ে বলেছেন, “সব কলেজই এখন তৃণমূল (Trinamool Congress) নেতাদের ফুর্তির জায়গা।” বিজেপি নেতা অর্জুন সিং তোপ দেগে বলেন, “তৃণমূল (Trinamool Congress) কলেজগুলোকে বার বানিয়ে দিয়েছে।”

শুধু রানা নন, রাজ্যজুড়ে সব কলেজেই ফেস্টের নামে হইহুল্লোড়

সম্প্রতি সাউথ কলকাতা ল কলেজে (Kasba Law College) ধর্ষণের অভিযোগ (Rape Allegation) সামনে আসার পর তৃণমূল (Trinamool Congress) ছাত্র পরিষদের নেতাদের একের পর এক বিতর্ক ঘিরে মুখ পুড়ছে শাসক দলের। ছাত্রদের গোপনাঙ্গ দেখাতে বাধ্য করা থেকে মাথা টেপানোর ভিডিও—সবই ভাইরাল। সেই তালিকায় এবার যোগ হল রানার ভাইরাল ভিডিয়ো।

Trinamool Congress leader in viral college dance video

আরও পড়ুনঃ জন্মদিনের পার্টি থেকে শুরু করে উত্তাল মদ্য পান— বালিগঞ্জ ITI কলেজে তৃণমূল ছাত্রনেতার দাদাগিরিতে অতিষ্ঠ পড়ুয়ারা, কী বলছে দল?

রাজ্যের কলেজগুলোতে তৃণমূলের (Trinamool Congress) অবস্থান কোথায়?

প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব এখনও রানার ঘটনায় মুখে কুলুপ এঁটেছে। কিন্তু প্রশ্ন একটাই—একজন প্রাক্তনী কীভাবে এতবছর পরেও কলেজ ফেস্টে এমন ভাবে ভিডিও ভাইরাল (Viral Video) হওয়ার মতো আচরণ করতে পারেন? আর তাতে শাসকদল কিছুই দেখছে না? রাজ্যের একাধিক কলেজে একের পর এক এইভাবে তৃণমূল ছাত্র নেতাদের দাদাগিরি সামনে আসতে চাপে পড়েছে দল।