SIR ঘোষণা হতেই ময়দানে তৃণমূল, চরম হুঁশিয়ারি দিয়ে কি বললেন কুণাল ঘোষ?

Published on:

Published on:

kunal ghosh

বাংলা হান্ট ডেস্কঃ ২৬ বিধানসভা ভোটের আগেই বাংলায় এসআইআর। ২৮ অক্টোবর থেকেই পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) প্রক্রিয়া। চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। নির্বাচন কমিশনের ঘোষণা সামনে আসতেই বারংবার সামনে আসছে বাংলার প্রসঙ্গ। “বিহারে নির্বাচন কমিশন যে ভাবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) করেছে, বাংলায় তা হবে না।” দিন কয়েক আগেই একথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর-এর দিনক্ষণ ঘোষণা হতেই রীতিমতো হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) গলায়।

SIR ইস্যুতে হুঁশিয়ারি কুণাল ঘোষের | Kunal Ghosh

জল্পনা ছিল সব ঠিক থাকলে ১ থেকে ৩ তারিখের মধ্যে যে কোনও দিন থেকে শুরু হয়ে যাবে এসআইআর। তবে তার আগেই শুরু হয়ে গেল এসআইআর। আর এই নিয়েই উত্তাপ বাড়তে চলেছে রাজ্য-রাজনীতিতে। এদিন সাংবাদিক বৈঠক থেকে কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যের কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে অভিযান হবে। এক লক্ষ কর্মী-সমর্থকদের নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে।’

এদিন এমনই হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলায়। তৃণমূল নেতা বলেন, ‘যদি দেখা যায়, মানুষকে হয়রান করার চেষ্টা হচ্ছে, তাহলে আইন মেনে প্রতিবাদ হবে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। প্রশাসনও সবটা খতিয়ে দেখছে বলে জানানো হয়।

এদিন কুণাল ঘোষ আরও বলেন, ‘বিজেপি এসআইআর নিয়ে উসকানিমূলক মন্তব্য করতে পারে। উত্তেজিত হয়ে, মাথা গরম করে কোনওরকম প্ররোচনায় পা দেবেন না কেউ।’ উল্লেখ্য, মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ।

Kunal Ghosh

আরও পড়ুন: মঙ্গলবার থেকে বাংলায় শুরু SIR, কিভাবে হবে সমীক্ষা? কী কী নথি লাগবে? জেনে নিন

দ্বিতীয় দফায় এই সংশোধন চালু হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। সোমবার এক সাংবাদিক বৈঠকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, “এসআইআরের মূল উদ্দেশ্য হল প্রত্যেক যোগ্য নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং অযোগ্যদের নাম বাদ দেওয়া।” দ্বিতীয় দফায় যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সমীক্ষা শুরু হচ্ছে, সেগুলি হল- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।