বাংলা হান্ট ডেস্কঃ সোমবার দুপুরে শুরু হয়েছিল তল্লাশি, শেষ হল মঙ্গলবার সকালবেলা। টানা ১৯ ঘণ্টা ধরে তুফানগঞ্জের মাস্টারপাড়ায় তৃণমূল (Trinamool Congress) শিক্ষা সেলের নেতা জয়দেব আর্যের (Jaydeb Arya) বাড়িতে অভিযান চালাল আয়কর দফতর (Income Tax Department)। তিনি তুফানগঞ্জ টাউন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও। স্থানীয় রাজনীতির পরিচিত মুখের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ, তা নিয়েই এখন তুফানগঞ্জ জুড়ে জোর জল্পনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মায়ের মৃত্যুর পর পুরনো বাড়িতে ফিরে এসেছিলেন জয়দেব। সোমবার আয়কর আধিকারিকেরা প্রথমে তাঁর দাদার বাড়িতে গিয়ে পরে পৌঁছন জয়দেবের মাস্টারপাড়া এলাকার বাড়িতে। দীর্ঘ সময় ধরে নথি ঘেঁটেছেন আধিকারিকেরা। ভিডিও ফুটেজ রেকর্ডও হয়েছে বলে দাবি। তবে অভিযানের পর তারা সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করেননি।
জয়দেব আর্য অবশ্য দাবি করেছেন, তাঁর মোবাইল ও ইমেল হ্যাক করে কেউ অন্যায়ভাবে টাকা লেনদেন করেছে। তাঁর কথায়, “আমি সম্পূর্ণ নির্দোষ। হ্যাকারদের হদিস পাওয়া গেছে। তাই তদন্ত চলছে।”
হ্যাকিং না কি অর্থ দুর্নীতি?
তাঁর বক্তব্যকে ঘিরে প্রশ্ন আরও জটিল হয়েছে। কারণ, কোনও হ্যাকিং মামলা হলে এত দীর্ঘ সময় ধরে আয়কর দফতরের তল্লাশি কেন? কোথা থেকে এল এই আর্থিক লেনদেনের সূত্র? তবে সরকারি ভাবে এখনও কিছু জানায়নি আয়কর দফতর।
আরও পড়ুনঃ ৫,০০০ টাকা নিশ্চিত পেনশন! মোদি সরকারের এই প্রকল্পে ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই আবেদন করুন
স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, এত দীর্ঘ তল্লাশি সাধারণ ঘটনা নয়। কেউ কেউ আবার বলছেন, “শুধু হ্যাকিং বললে চলে না, নিশ্চয়ই আরও কিছু আছে।” ফলে রাজনীতির ময়দানে ফের নতুন করে চর্চায় উঠে এল আয়কর অভিযান (income tax raid) ও তৃণমূল শিক্ষা সেল (Trinamool Congress education cell)।