ভাঙরে তৃণমূল নেতাকে পরিকল্পনামাফিক খুন, আটক ২

Published on:

Published on:

Trinamool Congress leader shot dead in Bhangar

বাংলা হান্ট ডেস্কঃ বাড়ি ফেরার পথে বাইকবাহিনীর হামলায় প্রাণ গেল এক তৃণমূল (Trinamool Congress) নেতার। বৃহস্পতিবার সন্ধেয় ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল নেতা (Trinamool Congress) রাজ্জাক খাঁ (Rajjak Khan)-র। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুই জনকে আটক করেছে পুলিশ (Police Arrest)। একদিকে তদন্ত, অন্যদিকে শুরু হয়ে গিয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বাইকে করে এসে একদল দুষ্কৃতী রাজ্জাকের উপর গুলি চালায়। মৃত্যুর নিশ্চিত করতে তাঁকে ধারাল অস্ত্র দিয়েও কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হচ্ছে। গ্রামে মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

তৃণমূল নেতা (Trinamool Congress) তথা বিধায়ক শওকত মোল্লা (Shaukat Molla) সরাসরি আইএসএফ (ISF)-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, ‘‘রাজ্জাক দুইটি বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন। পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। আইএসএফ আশ্রিত গোষ্ঠীরাই এর পিছনে রয়েছে।’’ তবে এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। তারা জানিয়েছে, দল কোনওভাবেই ঘটনার সঙ্গে যুক্ত নয়। পাল্টা অভিযোগ, দোষ ঢাকতে তৃণমূলই (Trinamool Congress) রাজনীতি করছে।

রাজ্জাক খাঁ ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠনের কাজে যুক্ত ছিলেন। জনপ্রিয়তাই তাঁকে টার্গেট করেছে বলেই দাবি স্থানীয় তৃণমূল কর্মীদের। তাঁরা বলেন, “এটা পরিকল্পিত রাজনৈতিক খুন (Political Murder)।”

আরও পড়ুনঃ কলেজে ফেস্টে মাথায় মদের গ্লাস, গানের তালে তৃণমূল ছাত্রনেতার উত্তাল নাচ! এবার বিতর্কে ভৈরব গাঙ্গুলী কলেজ

উত্তাল চালতাবেড়িয়া, তৃণমূলের (Trinamool Congress) রাস্তায় বিক্ষোভ

ঘটনার পর রাতেই উত্তাল হয়ে ওঠে চালতাবেড়িয়া ও পার্শ্ববর্তী গ্রামগুলি। বিক্ষোভে নামেন তৃণমূল (Trinamool Congress) সমর্থকরা (TMC Protest)। দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানানো হয়। পুলিশ তদন্ত শুরু করেছে, তবু প্রশ্ন থেকেই যাচ্ছে—ভাঙড় কি কখনও শান্ত হবে?