গণধর্ষণের ঘটনায় শাসক দলের নেতার ছেলের নাম! ভোটের আগে উত্তপ্ত আউশগ্রাম

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনের আগে ফের গণধর্ষণের ঘটনা রাজ্যে। পূর্ব বর্ধমানের আউশগ্রামে এক নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে ছয় জনের বিরুদ্ধে। জানা যাচ্ছে, বান্ধবীর সঙ্গে গ্রামের দোকানে যাচ্ছিলেন ওই ছাত্রী। সেসময় রাস্তাতেই দুবৃত্তদের লালসার শিকার হতে হয় তাঁকে। এই ঘটনায় তদন্তে নেমে পরিবারের অভিযোগের ভিত্তিতে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় রাজ্যের শাসক দলের নামও উঠে এসেছে।

ঘটনায় (Rape) গ্রেফতার ৪ অভিযুক্ত

পুলিশ যে ছয় জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে চারজন নাবালক স্কুল পড়ুয়া এবং বাকি দুজন যুবক বলে জানা যাচ্ছে। এদিকে খবর ছড়ায়, ধৃত এক নাবালকের বাবা তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি। তারপরেই শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়।

Trinamool Congress leader son name in rape case

কী ঘটে ঘটনাটি: পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বান্ধবীর সঙ্গে গ্রামের এক দোকানে কেনাকাটা করতে যাচ্ছিলেন ওই ছাত্রী। তখনই ছয় অভিযুক্ত তাঁদের পথ আটকায় এবং জোর করে পাশের জঙ্গলে ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। নির্যাতনের (Rape) পর অসুস্থ হয়ে পড়েন ওই নাবালিকা। কিন্তু হুমকি এবং লোক জানাজানি হওয়ার ভয়ে প্রথমে কাউকেই এ বিষয়ে কিছু জানাননি তিনি। পরে স্কুলের এক বান্ধবীর কাছে বিষয়টি জানালে ওই বান্ধবীই এক শিক্ষকের কাছে সবটা ফাঁস করে দেন। এরপর ওই শিক্ষক খবর দেন পুলিশে। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নির্যাতিতার মা লিখিত অভিযোগ দায়ের করেন আউশগ্রাম থানায়। ওই অভিযোগের ভিত্তিতেই রাতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার হয় ৬ অভিযুক্ত।

আরও পড়ুন : অজান্তেই প্যান কার্ডে এই ভুল করে বসেননি তো? হতে পারে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা!

পকসো সহ একাধিক গুরুতর ধারায় রুজু করা হয়েছে মামলা। পকসো আদালত ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে যুবকদের। অন্যদিকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করানো হয় নাবালক অভিযুক্তদের। শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় হয়।

আরও পড়ুন : নিশ্চিন্তে থাকার দিন শেষ, ভূমিকম্পে কী প্রভাব পড়বে কলকাতায়? বড়সড় আশঙ্কার কথা শোনালেন ভূবিজ্ঞানীরা

এদিকে এই ঘটনায় শাসক বিরোধী তরজা উঠেছে তুঙ্গে। বিজেপির তরফে বলা হয়, প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে বলেই আশা। তবে শাসক নেতার ছেলে হওয়ায় পুলিশের উপরে চাপ আসতে পারে। পালটা জেলা তৃণমূল কংগ্রেস নেতা বলেন, পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে। কে কোন দল করে সেসব আসছে কেন!