বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির ওপর হামলার ঘটনা নিয়ে ফের নড়েচড়ে বসল সিবিআই। এক বছর আগের সেই চাঞ্চল্যকর ঘটনায় এবার তদন্তের জাল গড়াল সরবেড়িয়ার তৃণমূল নেত্রী সবিতা রায়ের বাড়ি ঘিরে। শনিবার প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সন্দেশখালির (Sandeshkhali) সরবেড়িয়ায় তৃণমূল নেত্রীর বাড়িতে হানা সিবিআইয়ের
সূত্রের খবর, শনিবার দুপুরে হঠাৎ করেই সন্দেশখালির সরবেড়িয়ায় পৌঁছে যায় সিবিআইয়ের তিন সদস্যের দল। সেখানেই ওই তৃণমূল নেত্রীর বাড়ি ঘিরে। ওই বাড়িতে বদ্ধ ঘরে বসিয়ে নেত্রীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শুধু নেত্রীর বাড়িই নয়, আশপাশের কয়েকটি জায়গাতেও স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন আধিকারিকরা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে ইডির তদন্তকারী দল গিয়েছিল তৃণমূলের তৎকালীন নেতা শেখ শাহজাহানের বাড়ি। সন্দেশখালি (Sandeshkhali) ১ নম্বর ব্লকের আগারহাটি এলাকায় শাহজাহানের বাড়িতে ইডির তদন্তকারী দল পৌঁছতেই মারমুখী হয়ে ওঠেন তাঁর ঘনিষ্ঠ অনুগামীরা। চারদিক দিয়ে ঘিরে চলে হামলা ও ভাঙচুর। ইডি আধিকারিকদের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেদিন অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনও উপায় ছিল না। কারণ, সেদিন ওখানে নিরাপত্তা বাহিনীর থেকে অনেক গুণ বেশি শাহজাহানের লোকজনের ভিড় ছিল। তাই সেদিন ওখানে থেকে প্রাণ হাতে নিয়ে কোনমতে ফিরেছিলেন ইডির আধিকারিকরা।
হামলার পর থেকেই বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। প্রায় চল্লিশ দিনের মাথায় মিনাখাঁ থেকে গ্রেপ্তার হন তিনি। তারপর থেকেই একে একে সামনে আসে নারী নির্যাতন, জমি দখল, হুমকি সহ একাধিক অভিযোগ। বর্তমানে শাহজাহান জেলে থাকলেও স্থানীয় মানুষ এখনও আতঙ্কে। সেই প্রেক্ষিতেই এবার তাঁর ঘনিষ্ঠ সবিতা রায়কে সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হল।
আরও পড়ুনঃ তদন্তে কোন গতি নেই, ক্ষুব্ধ হাইকোর্ট তলব করল ওসিকে, কোন মামলায়?
তৃণমূল নেত্রী সবিতা রায় যদিও বারবার দাবি করেছেন, হামলার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। রাজনৈতিক চক্রান্ত করেই তাঁর নাম জড়ানো হচ্ছে। তবে সিবিআইয়ের জেরা ঘিরে ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। আগামী বিধানসভা ভোটের আগে সন্দেশখালির (Sandeshkhali) অগ্নিগর্ভ পরিস্থিতি নতুন মোড় নিল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।