আমরাই কেন্দ্রীয় বাহিনী! একটি বুথেও বিরোধী এজেন্ট থাকতে দেব না! ভাইরাল তৃণমূল নেতার ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজ্যে রাজনৈতিক পারদ তত চড়ছে। আর এর সঙ্গে সঙ্গে নেতাদের মুখে একের পর এক বিতর্কিত মন্তব্যও শোনা যাচ্ছে। বিতর্কিত মন্তব্য করার মধ্যে এগিয়ে শাসক দলের নেতারা। তাঁদের এই বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্যের ভোটে হিংসা ছড়িয়ে পড়বে বলে দাবি বিরোধীদের। কিন্তু বিরোধীরা যতই বলুক না কেন, তৃণমূলের নেতাদের মুখ আর বন্ধ হচ্ছে না। আর সেই ক্রমেই আরও এক তৃণমূল নেতার বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।

তৃণমূল নেতা এক্রামুল হকের ভাইরাল এই ভিডিও এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলছেন, মাঝিনি গ্রাম পঞ্চায়েতের একটি বুথেও বিরোধীদের এজেন্ট থাকতে দেব না। তিনি বলেন, যতই মিলিটারি ফোর্স আসুক আর যতই কেন্দ্রীয় বাহিনী আসুক। আমাদের বুথে আমরাই কেন্দ্রীয় বাহিনী। আমরা যদি ভিতরে কাউকে পোলিং এজেন্ট না থাকতে দিই, তাহলে আমরা যেমন বলব তেমন ভোট পড়বে। আর বিরোধীদের আমরা এখানে থাকতে দেব না, সেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে চোপড়া কেন্দ্রে তৃণমূল নেতার একের পর এক বিতর্কিত ভাষণ সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর আগে চোপড়ার তৃণমূল বিধায়কের একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে তৃণমূল বিধায়ক হামিদুর রহমানকে বলতে শোনা গিয়েছিল যে, ‘যার নুন খাও তাঁর সঙ্গে বেইমানি করতে নেই। নির্বাচনের পর আমরা তাঁদের দেখে নেব, যারা আমাদের সঙ্গে বেইমানি করছে। বেইমানদের সঙ্গে খেলা হবে।” তৃণমূল বিধায়ক হামিদুল রহমান বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা বলে গেছেন যাদের নুন খাও, তাঁদের সঙ্গে বেইমানি করতে না। নির্বাচনের পর তাঁদের সঙ্গে দেখা হবে যারা আমাদের সঙ্গে বেইমানি করেছেন। বেইমানদের সঙ্গে খেলা হবে। আমরা সবাই দিদিকে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।”

হামিদুর রহমানের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার চোপড়া কেন্দ্রের তৃণমূল নেতা এক্রামুল হকের বিতর্কিত ভিডিও ভাইরাল হচ্ছে। সমালোচনা সামাল দিতে অবশেষে মাঠে নামে দলের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ। তিনি বলেন, ‘সবাই তো আর বক্তৃতা দিতে পারেন না। হয়ত উনি কিছু নিয়ে বলতে গিয়ে অন্য কিছু বলে ফেলেছেন। তবে কথাটা বলা ঠিক হয়নি। একজন নেতার এই মন্তব্য ঠিক না। আমাদের সবাইকে নিয়েই চলতে হবে।”

আরেকদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূল নেতা এক্রামুল হক সাফাই দিয়ে বলেছেন, ‘আমি তেমন কিছু বলিনি। আমি বলতে চেয়েছি আমাদের ১১ টা বুথে বিরোধীই নেই, তাহলে বিরোধী এজেন্ট থাকবে কি করে? আমি ধমকিও দিয়নি, ভয়ও দেখাই নি। আমাদের ১১ টা বুথ বিরোধী শূন্য আছে সেটাই বলা হয়েছে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর