‘না ফেরা পর্যন্ত…’, ধর্না মঞ্চ থেকেই রাজ্যপালকে কড়া হুঁশিয়ারি অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল কলকাতায় ফিরছেন ততক্ষণ পর্যন্ত রাজভবনের সামনেই তৃণমূল নেতৃত্ব বসে থাকবে ধর্নায়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এমনটাই ঘোষণা করলেন রাজভবনের সামনে থেকে। দিন রাত এক করে একটানা অবস্থানে বসা হবে রাজভবনের সামনে।

এর সাথে অভিষেক জানিয়েছেন দূর থেকে যারা এসেছেন তারা চাইলে ফিরে যেতে পারেন। দিল্লি থেকে ফেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবন অভিযানের ডাক দেন। সেই মতো বুধবার রবীন্দ্র সদনের সামনে জড়ো হন তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে কর্মী-সমর্থকরা। এরপর সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে গিয়ে হাজির হয় তৃণমূল নেতৃত্ব।

আরোও পড়ুন : দুর্দান্ত ফিচারস্, অনবদ্য এই ফোনগুলো Flipkart, Amazon-এ পাবেন খুব সস্তায়! মেনে চলুন এই টিপস

বিশাল সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে তৃণমূল মিছিল করে পৌঁছায় রাজভবনের সামনে। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস বন্যা পরিদর্শনে চলে গিয়েছেন উত্তরবঙ্গে। যেখান থেকে তিনি যান দিল্লি। রাজ্যপাল ফিরে আসেননি কলকাতায়। ফলে তৃণমূল নেতৃত্বের সাথে দেখা হয়নি রাজ্যপালের। তৃণমূলের দাবি রাজ্যপাল ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন।

আরোও পড়ুন : মোতায়েন করা হল আরোও বাহিনী! ED আধিকারিকরা খাদ্যমন্ত্রী রথীনে বাড়ি থেকে যা পেলেন…. 

অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্নামঞ্চ থেকে আজ বলেছেন, “আমাদের সাথে দেখা করেননি কেন্দ্রের গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ। পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। রাজ্যপালও এখন চলে গেলেন। আমি তো সবার সামনে রয়েছি। কেন পালিয়ে বেড়াচ্ছেন বিজেপি নেতারা?”

1696515407 abhishek stage

অভিষেক বলেন, রাজভবনে যাবেন ২৫ সদস্যের একটি দল। তারা একটি স্মারকলিপি জমা দেবেন আধিকারিকদের কাছে। এই ২৫ জনের মধ্যে ১০ জন রয়েছেন যারা কেন্দ্রীয় বঞ্চনার ভুক্তভোগীর পরিবারের সদস্য। দলের প্রতিনিধি হিসেবে থাকবেন বাকি ১৫ জন। সব মিলিয়ে রাজভবন চত্ত্বর যে উত্তপ্ত হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর