বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) রমরমা! আর এর পেছনে সবথেকে বেশি উঠে এসেছে শাসকদলের নাম। শিক্ষক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক তৃণমূল বিধায়ক, নেতা-নেত্রীর। এরই মধ্যে এবার ফের এসএসসির (SSC) গরমিলের তালিকায় তৃণমূল নেত্রীর (TMC Leader) মেয়ের নাম। যা নিয়ে সরগরম বাগদা।
সূত্রের খবর, বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুদেবী মণ্ডলের মেয়ে গাড়াপোতা উচ্চ বিদ্যালযয়ে কর্মরত মৌসুমী মণ্ডলের নাম রয়েছে এসএসসি প্রকাশিত নিয়োগ গরমিলের তালিকায়। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। তালিকার ৪১৯ নম্বরে নাম রয়েছে মৌসুমীর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের সুদেবী মণ্ডল।
তৃণমূল নেত্রীর দাবি, “তালিকায় থাকা মৌসুমী আমার মেয়ে নয়। কারণ তালিকায় থাকা মৌসুমী নামের পাশে তার বাবার নাম লেখা নেই। ওটা অন্য কোনও মৌসুমী।” যদিও এই বিষয়ে গাড়াপোতা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজকুমার বেপারী বলেন, ” মৌসুমীর রেকমন্ডেশন লেটারে যে রোল নম্বর ছিল আর এসএসসি থেকে প্রকাশিত তালিকায় যে রোল নম্বর রয়েছে তা একই।” তবে এখানেই শেষ নয়! কাহিনীতে রয়েছে অন্য টুইস্ট। অন্যদিকে মৌসুমী মণ্ডলের ওপর মারাত্মক অভিযোগ নিয়ে সরব বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর।
কী অভিযোগ তার? দুলালবাবুর কথায় প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মেয়ে মৌসুমীর স্বামী ‘বাগদার রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলের এজেন্ট হিসেবে কাজ করতেন। টাকার বিনিময়েই মৌসুমী এই চাকরি পেয়েছিলেন বলে দাবি দুলালের। এই বিষয়ে প্রাক্তন বিধায়ক বলেন, “চন্দন মণ্ডল জেলে থাকলেও তার এজেন্টরা এখনও ঘুরে বেড়াচ্ছে ৷ তাদের অবিলম্বে গ্রেফতার করা প্রয়োজন।”
তার আরও অভিযোগ, SSC’র প্রকাশিত গরমিলের তালিকায় চন্দনের আশপাশের এলাকার আরও কয়েকজনের নাম রয়েছে। তারা প্রত্যেকেই চন্দনকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যান্য অভিযুক্তদের মতো তারও ঠিকানা এখন শ্রীঘর।