বাংলা হান্ট ডেস্কঃ শনিবার দুপুরে গুলির আওয়াজ কেঁপে উঠলো কোচবিহারের পুণ্ডিবাড়িতে। ভরা বাজারের মধ্যে গুলি চালিয়ে খুন করা হল ডায়াগুড়ির তৃণমূল (Trinamool Congress) পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে। এই ঘটনায় আতঙ্কে ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।
বাজার করতে বেরিয়ে খুন তৃণমূল (Trinamool Congress) পঞ্চায়েত প্রধানের ছেলে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার করতে বেরিয়েছিলেন অমর রায়। সেই সময় দু’টি বাইকে চেপে আসে কয়েকজন দুষ্কৃতী। হঠাৎই একের পর এক গুলি চালানো শুরু হয়। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যান বাজারে উপস্থিত ক্রেতা ও ব্যবসায়ীরা। গুলি থামার পর দেখা যায়, রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন অমর রায়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
গুলিতে আহত হয়েছেন আরও এক যুবক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর পায়ে গুলি লেগেছে। অপরাধীরা ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যায়।
নিহতের দেহ কোচবিহারের এমজিএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অমর রায়ের বাবা পার্থপ্রতীম রায় এবং পরিবারের অন্যান্য সদস্যরা ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। তবে হত্যাকাণ্ডের নেপথ্যে কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। পুলিশ এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি। ঘটনার সময় নিহত নিজের গাড়ি ও চালক নিয়ে হাটে গিয়েছিলেন, কিন্তু গাড়ি ও চালকের খোঁজও এখনও পাওয়া যায়নি। দলীয় সূত্রে জানা গিয়েছে, নিহত যুব তৃণমূলের (Trinamool Congress) সঙ্গেও যুক্ত ছিলেন।
আরও পড়ুনঃ ৫ পুলিশ কর্মী আহত! নবান্ন অভিযানের পর ৭ হেভিওয়েট BJP নেতার নামে দায়ের হল FIR, কাদের অস্বস্তি বাড়ল?
প্রকাশ্য দিবালোকে বাজারের মাঝে এই খুনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাথে জড়িত থাকার জন্যই কি খুন নাকি কোন ব্যক্তিগত শত্রুতা ছিল? এই খুনের উত্তর এখনও অজানা। দুষ্কৃতীরা পলাতক হওয়ায় এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে তদন্ত শুরু করেছে পুলিশ।