বাংলাহান্ট ডেস্ক : রাজনৈতিক নেতাদের নিশানায় রাজ্যের (Trinamool Congress) একের পর এক আইসি। কিছুদিন আগেই বোলপুরের আইসিকে কুৎসিত ভাষায় গালিগালাজ করার অভিযোগে বিপাকে পড়েছিলেন অনুব্রত মণ্ডল। এবার রাজ্যের গ্রন্থাগার মন্দির সিদ্দিকুল্লা চৌধুরী সরব হলেন নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরের আইসির বিরুদ্ধে।
অনুব্রতর পর ফের আইসির বিরুদ্ধে সরব রাজ্যের (Trinamool Congress) মন্ত্রী
সম্প্রতি তৃণমূলের (Trinamool Congress) উদ্যোগে শুরু হয়েছে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি। নিজের বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচি পালনের পরেই আইসির বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আনেন মন্ত্রী। তাঁর অভিনয়, রাতে নাকি এলাকায় গৃহস্থের বাড়ি বাড়ি ঘুরে দরজায় লাঠি দিয়ে ঠকঠক করেন। তাঁর কানে নাকি এসেছে এমনই অভিযোগ।
কী অভিযোগ মন্ত্রীর: মন্ত্রীর অভিযোগ, রাত ১২-১টার সময় গৃহস্থের বাড়ি বাড়ি হানা দেন আইসি। ওইসব বাড়িতে থাকা যুবতী বা বয়স্ক মহিলারা আতঙ্কিত হয়ে দরজা খুলতে বাধ্য হন। আইসি নাকি দরজা ধাক্কা বলেন, ‘এই তোর স্বামী কোথায়?’ বা ‘এই তোর বাবা কোথায়?’ ক্ষোভ উগরে দিয়ে মন্ত্রীর প্রশ্ন, ‘এটা কোনও থানার বড়বাবুর কাজ? এর থেকে তো গরু ছাগল চড়ানো অনেক ভালো’।
আরও পড়ুন : রক্তবীজের মতো বাড়ছে জঙ্গি, সিঁদুরের আঘাতে ধ্বংস ৯ ঘাঁটি থেকেই ৯০ দিনে ১৫ টি তালিম শিবির গড়ল পাকিস্তান
আইসিকে হুঁশিয়ারি মন্ত্রীর: মন্ত্রী (Trinamool Congress) সিদ্দিকুল্লা চৌধুরী জানান, এমন অনেক অভিযোগ তাঁর কাছে জমা পড়েছে। মন্তেশ্বরের বাসিন্দাদের ফোনে ফোনে এমন ভিডিও ঘুরছে বলেও দাবি করেছেন তিনি। আইসির নাম না করে কটাক্ষ করেন মন্ত্রী সিদ্দিকুল্লা, ‘কেন এভাবে খাকি উর্দি এবং মুখ্যমন্ত্রীর বদনাম করছেন? দায়িত্ব পালন না করতে পারলে ছেড়ে দিন’।
আরও পড়ুন : ‘যতই বড় হও…’, ৯ বছর পর হাত ধরাধরি করে এক মঞ্চে, ট্রেলার লঞ্চে কী কথা হল দেব-শুভশ্রীর?
উল্লেখ্য, কিছুদিন আগেও একটি ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত হওয়ার ঘটনায় দলেরই (Trinamool Congress) এক নেতার বিরুদ্ধে আঙুল তুলেছিলেন তিনি। সেই ঘটনা প্রসঙ্গেও আইসিকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। সরাসরি অভিযোগ এনেছেন, ওই নেতা যা বলছেন একতরফা ভাবে সেটাই শুনছেন আইসি। তিনি নিরপেক্ষ না হলে থানা ঘেরাওয়ের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত জেলা পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।