বাংলা হান্ট ডেস্কঃ হুগলির চুঁচুড়ায় স্মার্ট ক্লাসরুম তৈরিকে কেন্দ্র করে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদার। বিষয়টি নিয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে নালিশ করলেন অসিত। শুক্রবার অসিত নিজেই জানান যে তিনি বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিমের মতো দলের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ জানিয়েছেন।
সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস তৈরি নিয়ে বিতর্কে সাংসদ ও বিধায়ক
উল্লেখ্য, বিষয়টি শুরু হয়েছে চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস তৈরি নিয়ে। অভিযোগ, কাজ চলতে দেখে স্কুলে গিয়ে হাঙ্গামা করেন বিধায়ক অসিত মজুমদার। প্রধানশিক্ষিকাকে গালিগালাজ করেছেন বলেও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। সেখানে শিক্ষিকারা অসিতের বিরুদ্ধে ক্ষোভ জানান। এরপর সাংবাদিকদের সামনে রচনা বলেন, “আমি শুনে হতবাক! একজন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক এসে শিক্ষিকাদের এভাবে গালিগালাজ করবেন? এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।”
বিধায়ক অসিত অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কাউকে গালিগালাজ করেননি, শুধু উচ্চস্বরে কথা বলেছেন। তিনি বলেন, “আমি স্কুল পরিচালন সমিতির সদস্য। অথচ আমাকে না জানিয়ে স্কুলে বাইরের লোক এনে কাজ করানো হচ্ছিল। যদি কোনও দুর্ঘটনা ঘটে, তার দায়িত্ব কে নেবে? নিরাপত্তার প্রশ্ন তুলে আমি কর্তৃপক্ষকে প্রশ্ন করেছি।”
রচনার বক্তব্য প্রকাশ্যে আসা নিয়েও অসিত ক্ষোভ প্রকাশ করেন। বিধায়কের কথায়, “উনি আমার মেয়ের মতো। ওঁর যদি কিছু বলার থাকত, আমাকে ফোন করতে পারতেন। দলীয় নেতৃত্বকে জানাতে পারতেন। সাংবাদিকদের সামনে গিয়ে বলা ঠিক হয়নি।” তবে অসিত জানান, কেউ রচনাকে ভুল বুঝিয়েছে বলেই তিনি এমন কথা বলছেন। বিধায়কের বক্তব্য, “যদি কেউ বেআইনি কাজ করে, আমি ১০০ বার প্রতিবাদ করব। এটা আমার দায়িত্ব।”

আরও পড়ুনঃ কোন কোন পরিষেবা রয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে? সম্পূর্ণ তালিকা প্রকাশ নবান্নের
তৃণমূলে দলের (Trinamool Congress) অন্দরে রচনা বনাম অসিতের এই প্রকাশ্য বিতর্ক ঘিরে রীতিমতো অস্বস্তি তৈরি হয়েছে। এখন দেখার, শীর্ষ নেতৃত্ব এই সমস্যা মেটাতে কী ভূমিকা নেয়।












