‘বাঁচবি না, গুলি করে দেব’! এবার এই হেভিওয়েট বিধায়ককে খুনের হুমকি, তুমুল শোরগোল রাজ্যে!

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার রাতে খুনের হুমকি পেয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়। অচেনা একটি নম্বর থেকে ফোন করে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। সেই সঙ্গেই দেওয়া হয় প্রাণে মারার হুমকি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক হেভিওয়েট তৃণমূল (Trinamool Congress) নেতাকে খুনের হুমকি দেওয়া হল।

খুনের হুমকি পেলেন হেভিওয়েট তৃণমূল (Trinamool Congress) বিধায়ক

আড়িয়াদহ কাণ্ড নিয়ে বিগত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত জয়ন্ত সিং। কিন্তু তারপরেও শান্তি নেই। একের পর এক খুনের হুমকি পাচ্ছেন তৃণমূলের (Trinamool Congress) বিধায়ক-সাংসদরা। মঙ্গলবার সৌগত রায়ের পর হুমকি ফোন পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁকেও মধ্যরাতে ফোন করে হুমকি (Threat Call) দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে মদন বলেন, গত রাতে তাঁর কাছে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। হিন্দি-বাংলা মেশানো নয়, বরং পরিষ্কার বাংলায় ফোনের ওপার থেকে একজন ব্যক্তি কথা বলছিলেন। তাঁকে বলা হয়, ‘তুই বাঁচবি না। কামারহাটি কাণ্ড নিয়ে মুখ খুলেছিস। তোকে গুলি করে দেব। তুই গুলি খাওয়ার জন্য রেডি হ’।

আরও পড়ুনঃ সম্প্রতি বেড়েছে DA, এবার সরকারি কর্মচারীদের জন্য কয়েক লাখ টাকার ‘বোনাস’ ঘোষণা রাজ্যের

তৃণমূল (Trinamool Congress) বিধায়ক জানান, ইতিমধ্যেই এই নিয়ে থানার দ্বারস্থ হতে চলেছেন তিনি। FIR দায়ের করার কথাও জানিয়েছেন তিনি। মদন বলেন, ওই অচেনা ব্যক্তির সঙ্গে ৪৬ সেকেন্ড কথা হয়েছিল। খুনের হুমকি দেওয়া হলেও ওই ব্যক্তি তাঁর সঙ্গে ভদ্র ভাষাতেই কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। তৃণমূল নেতা তাঁকে জিজ্ঞেস করেন, ‘আপনি কে? এভাবে কেন কথা বলছেন?’। অভিযোগ, সেই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি।

কামারাহাটির বিধায়ক (Kamarhati MLA) বলেন, দু’বার ওই নম্বর থেকে তাঁর কাছে ফোন এসেছিল। বৃহস্পতিবার সকাল ৭:৩৮ নাগাদ দ্বিতীয়বার ফোন আসে। তবে রাতেই একবার কথা হয়েছিল মদন এবং ওই ব্যক্তির। TMC বিধায়ক বলেন, তিনি কল রেকর্ড করতে পারেন না। সেটা তাঁর ব্যর্থতা। তবে ওই ব্যক্তির সঙ্গে কী কথোপকথন হয়েছে সেটা মনে আছে বলে জানান তিনি।

Trinamool Congress MLA Madan Mitra

মদন বলেন, ‘আমার সঙ্গে পরিষ্কার বাংলা ভাষায় কথা বলা হয়েছে। কোনও বিহারের জেল, কোনও সুবোধ সিং অথবা অর্জুন সিং আমায় ফোন করেননি। স্থানীয় কেউ করেছেন। তবে অর্জুনের মতো কেউ বা কারা যে ফোনের পিছনে দাঁড়িয়ে রয়েছেন তা আমি বেশ বুঝতে পেরেছি’। এরপর সৌগত রায়ের খুনের হুমকি পাওয়ার প্রসঙ্গ টেনে TMC নেতা বলেন, দমদমের সাংসদকে যে লোকেশন থেকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছিল সেটা খুঁজে বের করলেই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কারণে উনি হুমকি ফোন পাওয়ার পরেই দিনই আমিও পেলাম। যদিও গোটা বিষয়ে একটুও ভয় পাননি বলে জানিয়েছেন কামারাহাটির বিধায়ক।

উল্লেখ্য, কয়েকদিন আগে আড়িয়াদহে জয়ন্ত এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে একজন মহিলা ও তাঁর পুত্রকে মারধরের অভিযোগ উঠেছিল। সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছিল সেই ভিডিও। যদিও তার সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। বুধবার আড়িয়াদহ কাণ্ডে জয়ন্ত সহ মোট ৬ জনকে ব্যারাকপুর আদালতে তোল হয়েছিল। তাঁদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর