প্রথমে ‘মেয়ে’ তার পরে ‘বোন’ বলে সম্বোধন, মিটল কি রচনা-অসিত দ্বন্দ্ব?

Published on:

Published on:

Trinamool Congress Moves to Mend Ties After Hooghly Infighting

বাংলা হান্ট ডেস্কঃ হুগলির রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিলেন চুঁচুড়ার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক অসিত মজুমদার এবং হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদ তহবিলের টাকায় চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরিকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মতবিরোধ শুরু হয়।

হুগলিতে তৃণমূল (Trinamool Congress) বিধায়ক বনাম সাংসদ

অভিযোগ ছিল, ওই স্কুলে গিয়ে অসিতবাবু তীব্র আপত্তি তোলেন এবং কিছু শিক্ষিকাকে নাকি অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন। এই অভিযোগ সরাসরি রচনার কাছেই তোলেন স্কুলের শিক্ষিকারা। এরপর রচনা প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তৃণমূলের (Trinamool Congress) এক বিধায়ক কীভাবে এমন আচরণ করতে পারেন, তা তিনি ভেবেই পাচ্ছেন না। রচনা এটাও স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি স্মার্ট ক্লাসরুম প্রকল্প চালিয়ে যাবেন, কেউ আটকাতে পারবে না।

এই ঘটনায় শাসকদলের (Trinamool Congress) অস্বস্তি বাড়ে। প্রথমে মুখ না খুললেও পরে বিধায়ক অসিত বলেন, রচনা তাঁর দলের সাংসদ, তিনি কিছু বলবেন না। যদিও তিনি এটাও দাবি করেন যে, স্কুল পরিচালনা কমিটির সদস্য হিসেবে প্রশ্ন তোলার অধিকার তাঁর আছে। পরের দিন অসিত জানান, রচনার ব্যবহারের বিষয়ে তিনি দলের (Trinamool Congress) শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর কাছে রিপোর্ট দিয়েছেন। তখনও তিনি বলেন, রচনা তাঁর মেয়ের মতো, তিনি চাইবেন ও ভালো কাজ করুক।

Trinamool Congress Moves to Mend Ties After Hooghly Infighting

আরও পড়ুনঃ‌ বাংলার ভোটের তালিকার জুড়ে শুধু মৃত-বাংলাদেশী-রোহিঙ্গাদের নাম, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

অবশেষে রবিবার পরিস্থিতি বদলায়। শ্রীরামপুরে তৃণমূল (Trinamool Congress) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অসিত বলেন, রচনা তাঁর বোনের মতো। তাঁরা একসঙ্গে কাজ করবেন। ভুল বোঝাবুঝির জন্য তিনি বিজেপি ও সিপিএমকে দায়ী করেন। বলেন, বিরোধীরা চায় তাঁদের মধ্যে সম্পর্ক খারাপ হোক। তিনি আরও বলেন, যদি রচনা তাঁর কথায় কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি দুঃখিত ও অনুতপ্ত।