‘সিট বেল্ট বাঁধুন, আবহাওয়া খারাপ হতে চলেছে’, পাঠানের সংলাপে সংসদ কাঁপালেন অভিষেক, কেন্দ্রকে বড় চ্যালেঞ্জ

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের কথা। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনিত পাঠান নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল দেশজুড়ে। তর্ক, বিতর্ক, গান, পোশাক কতই না কাণ্ড। এবার বাদশার সেই মুভির সংলাপে সংসদ কাঁপালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘সিট বেল্ট বেঁধে নিন, আবহাওয়া খারাপ হতে চলেছে’। বাজেট নিয়ে ভরা সংসদে প্রধানমন্ত্রী সহ বিজেপিকে এইভাবেই তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের (Abhishek Banerjee) ভাষণে উত্তাল গোটা লোকসভা

তৃতীয় মোদী সরকারের জমানায় গতকাল প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মঙ্গলবার সংসদে পেশ করা বাজেট নিয়ে এনডিএ জোট সরকারের বিরুদ্ধে একজোট হয়ে আওয়াজ তুলেছে বিরোধীরা। বাজেট থেকে শুন্য হাতে ফিরে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। একই দলের বিরোধী ইন্ডিয়া জোট। এরপরই বুধবার সংসদে সেই বাজেট নিয়ে মোদী ৩.০ সরকারকে ঝাঁঝালো আক্রমণ অভিষেকের।

   

এদিন মোদী সরকারের বাজেট নিজের কথায় বিশ্লেষণ করে অভিষেক বলেন বাজেট (BUDGET) এখানে ‘বি’ (B) মানে ‘বিট্রেয়াল’ বা বিশ্বাসঘাতকতা। ‘ইউ’ (U) হল আনএমপ্লয়েমেন্ট বা বেকারত্ব, ‘ডি’ (D) অর্থাৎ ‘ডিপ্রাইভ’, বা বঞ্চনা। ‘জি’ (G) প্রতিনিধিত্ব করছে গ্যারেন্টি ও ঘোটালার। ‘ই’ (E) হল এক্সেন্ট্রিক বা খামখেয়ালি। আর ‘টি’ (T) প্রতিনিধিত্ব করছে ট্র্যাজেডি’র।

নারী নির্যাতন থেকে রেল দুর্ঘটনা, কেন্দ্রীয় বাজেটের জবাবী ভাষণে প্রত্যেক ইস্যু তুলে সরকারকে নিশানা করেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের মধ্যে কেবল অন্ধ্র ও বিহারকে সাহায্য কেন’? কেন্দ্রকে নিশানা অভিষেকের। নিজের বক্তৃতার সময়ে এদিন সরকার পক্ষের সঙ্গে তুমুল বাদানুবাদেও জড়িয়ে পড়েন নেতা। যদিও পরে পরিস্থিতি সামালে আনেন স্পিকার।

অভিষেকের কথায়, ‘এই বাজেট দিশাহীন। কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে মোদী সরকার’। গতকালের পর এদিনও বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য টেনে কেন্দ্রকে নিশানা করেন অভিষেক। তার কথায়,’প্রান্তিক মানুষের সঙ্গে বিশ্বাসযোগ্যতা করেছে বিজেপি। সাবকা সাথ, সাবকা বিকাশ নয়। আগেই তো জো হামারে সাথ হাম উনকে সাথ বলে তো স্বীকার করে নিয়েছেন বিরোধী দলনেতা। এবার সেকথাই প্রমাণ করে দিয়েছেন ব্যর্থ অর্থমন্ত্রী’।

Diamond Harbour TMC candidate Abhishek Banerjee challenges opposition

আরও পড়ুন: ‘হ্যাঁ সব..,’ হাউ মাউ করে কান্না! অবশেষে জেরায় স্বীকার অর্পিতার! নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়

বাংলার ‘বঞ্চনা’ নিয়েও এদিন আওয়াজ তুলে দেখা যায় অভিষেককে। জোর গলায় তৃণমূল সাংসদ বলেন, ‘গত এক দশক ধরে বাংলা বিরোধী অবস্থান নিয়েছে কেন্দ্র। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলার কণ্ঠস্বর রোধ করেছে বিজেপি। বাংলার সংস্কৃতিকে অপমান করেছে ওরা। গরিব মানুষদের বঞ্চিত করেছে।’ ‘বাংলাকে কত টাকা দিয়েছেন’ এই নিয়ে নির্মলা সীতারমনকে শ্বেতপত্র প্রকাশ করার ওপেন চ্যালেঞ্জও ছুড়ে দেন তৃণমূল সেনাপতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর