‘করের টাকা নষ্ট করে জেলবন্দি রাখার মানে নেই’! সঞ্জয়ের সাজা ঘোষণা হতেই গর্জে উঠলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে (RG Kar Case) সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের (Sanjay Roy) সাজা ঘোষণা হয়েছে সোমবার। ফাঁসি নয়, তাঁকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এই নিয়ে নানান মহলে নানান রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই আবহে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সঞ্জয়ের সাজা নিয়ে কী বললেন অভিষেক (Abhishek Banerjee)?

আরজি কর কাণ্ডে সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন তাঁকে হয়তো সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। যদিও গতকাল বিচারক বলেন, এটি ‘বিরলের মধ্যে বিরলতম’ অপরাধ নয়। যে কারণে তাঁকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হচ্ছে। এরপরেই এই নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল সেনাপতি।

অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘সমাজে ধর্ষকদের কোনও স্থান নেই। যদি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তাঁর বিরুদ্ধে যায়, তাহলে ফাঁসিই একমাত্র পথ। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলবন্দি করে রাখার কোনও মানে নেই। সঞ্জয়ের মতো ধর্ষকের পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করার মানে হয় না’। জানা যাচ্ছে, ঘনিষ্ঠ মহলে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুনঃ অবশেষে জামিন পেলেন পার্থ, তারপরই ছুটলেন SSKM-এ, সমস্যা বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর

অভিষেক আরও বলেন, ‘সাম্প্রতিক অতীতে কলকাতা এবং রাজ্য পুলিশ এই ধরণের একের পর এক মামলায় প্রশংসনীয়ভাবে ১-২ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করেছে। দোষীদের সকলের ফাঁসির শাস্তি হয়েছে। তবে আরজি কর মেডিক্যালের ক্ষেত্রে সেটা হল না’। সঞ্জয়ের সাজা ঘোষণার পর ঘনিষ্ঠমহলে তৃণমূল (Trinamool Congress) সেনাপতি এমনটাই বলেছেন বলে খবর।

Abhishek Banerjee

উল্লেখ্য, গতকাল সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে শিয়ালদহ আদালত। সেই সঙ্গেই নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে রাষ্ট্র। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এদিকে রায় ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন তিলোত্তমার বাবা-মা। তাঁরা বলেন, ‘আমরা কোনও আর্থিক সাহায্য চাইনি। ক্ষতিপূরণ নয়, বিচার চাই’। আরজি কর ধর্ষণ খুনের মামলায় শিয়ালদহ আদালতের রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, আমার হাতে থাকলে আগেই ফাঁসির অর্ডার করাতে পারতাম। এবার জানা গেল, অভিষেকও (Abhishek Banerjee) আদালতের রায়ে অসন্তুষ্ট। ঘনিষ্ঠ মহলে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর