এই শেষ, আর নয়! ভোটে জিতেই ‘অবসর’ ঘোষণা TMC-র এই হেভিওয়েট সাংসদের!

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে উঠেছিল গেরুয়া ঝড়। এবার রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ঘাসফুলের ধাক্কায় রীতিমতো বেসামাল হয়ে পড়ে পদ্ম। হাওড়া থেকে শুরু করে হুগলি, বসিরহাট থেকে শুরু করে দমদম, এবার একাধিক হাইভোল্টেজ আসনে জোড়াফুল ফুটেছে। তবে এবার ভোটের ফল ঘোষণার কয়েকদিনের মাথায় ‘অবসর’ ঘোষণা করলেন হেভিওয়েট এই TMC সাংসদ।

টানা চারবারের সাংসদ। TMC-র বর্তমান সাংসদদের মধ্যে অভিজ্ঞতার নিরিখে সবচেয়ে বেশি এগিয়ে তিনি। লোকসভা নির্বাচনের আগে জোড়াফুল শিবিরের প্রবীণ নবীন দ্বন্দ্ব নিয়ে যখন জল্পনা দেখা দেয়, সেই সময় তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে শেষ অবধি সকল জল্পনায় জল ঢেলে এবারও দমদম (Dum Dum) থেকে দাঁড়ান সৌগত রায় (Saugata Roy)। প্রতিপক্ষদের পরাজিত করে জয়ীও হয়েছেন তিনি।

   

দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচবার সাংসদ হয়েছেন। এবার সেই সৌগতই ঘোষণা করলেন, আর ভোটের লড়াইয়ে দেখা যাবে না তাঁকে। সম্প্রতি TMC-র এই প্রবীণ নেতাকে সংবর্ধনা দেওয়ার জন্য বরানগরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই এই ঘোষণা করেন তিনি।

আরও পড়ুনঃ বুধেই স্বস্তির বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা? রইল আবহাওয়ার মেগা আপডেট

এবারের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য ওই অনুষ্ঠানে সৌগতকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই TMC সাংসদ বলেন, আমি আর ভোটে দাঁড়াব না। ৫ বছর আমি আছি, আপনাদের সঙ্গে থাকব।

দমদমের সাংসদ হওয়ার আগে ১৯৭৭ সালে ব্যারাকপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সৌগত। তখন অবশ্য কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন তিনি। চরণ সিং মন্ত্রীসভায়তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে। এরপর ২০০৯ সালে দমদম কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর মনমোহন সিং মন্ত্রীসভায় সৌগতর হাতে তুলে দেওয়া হয় নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সাংসদ হওয়ার পাশাপাশি একাধিকবার বিধায়কও হয়েছেন TMC-র এই প্রবীণ নেতা।

Saugata Roy

এদিন বরানগরের ওই অনুষ্ঠানে দাঁড়িয়ে সৌগত বলেন, ২০২৪ লোকসভা ভোটে TMC-র সাফল্যের নেপথ্যে মহিলা ভোটারদের ভূমিকা অনেক। দমদমের সাংসদের কথায়, মহিলারাই হলেন আসল রক্ষাকর্ত্রী। বস্তি থেকে শুরু করে গ্রামের যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তাঁরা আমাদের ঝুলি ভোটে ভরিয়ে দিয়েছেন। তবে যে সকল মহিলা শহরের বড় বড় আবাসনে থাকেন তাঁরা TMC-কে ভোট দেননি বলে দাবি করেন সৌগত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর