বাংলা হান্ট ডেস্কঃ বাঙালি শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গাপুজো’-র (Durga Puja) সূচনা! মহাপঞ্চমীর আসর আর তার মাঝে এলাকাবাসীদের সঙ্গে জনপ্রিয় গানে কোমর দুলিয়ে চলেছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। একইসঙ্গে এই প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
বাংলার পাশাপাশি দেশের রাজনীতিতে যথেষ্ট উল্লেখযোগ্য নাম মহুয়া মৈত্র। লোকসভায় দাঁড়িয়ে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেমন একের পর এক আক্রমণাত্মক বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে, আবার অপরদিকে নিজের দলের বিরুদ্ধেও মাঝে মধ্যে বেফাঁস মন্তব্য করে বসেন মহুয়া। সাম্প্রতিক সময়ে মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্য হোক কিংবা লোকসভায় ব্যাগ বিতর্ক, একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেত্রী। তবে এ সকল বিতর্ককে দূরে সরিয়ে গতকাল এক অন্য মেজাজে দেখা গেল মহুয়া মৈত্রকে।
এ প্রসঙ্গে একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মহুয়া, যেখানে একটি জনপ্রিয় গানে কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁকে। নিজ লোকসভা কেন্দ্রতে পৌঁছে যাওয়ার পাশাপাশি সেখানে উপস্থিত এলাকাবাসীদের সঙ্গে খোশ মেজাজে আনন্দে মাততে দেখা যায় মহুয়াকে।
উল্লেখ্য, দুর্গাপুজো উপলক্ষ্যে সাধারণ মানুষের পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদেরও উৎসবের মেজাজে মাততে দেখা গিয়েছে। পুজা উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেমন নিজের কাঁধে ঢাক তুলে নিয়েছেন, আবার অপরদিকে অন্যান্য নেতা-নেত্রীদেরও গান গাইতে কিংবা কাঁসর বাজাতে দেখা গিয়েছে। আর এবার তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। গতকাল ‘সোহাগ চাঁদ বদনী ধনী’ গানের তালে অন্যান্য এলাকাবাসীদের সঙ্গে নেচে ওঠেন মহুয়া। বেশ স্বাবলীল ছন্দে কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁকে।
নাকাশিপাড়ার কাঁঠালবেরিয়া মধ্যপাড়া পুজোয় হাজির থেকে এভাবেই আনন্দে আত্মহারা হতে দেখা যায় কৃষ্ণনগরের সাংসদকে। বিশেষজ্ঞদের মতে, এ বছর ভিনরাজ্যে ঘুরতে যাওয়ার পরিবর্তে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার সেই নির্দেশই যেন অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন প্রতিটি তৃণমূল নেতা মন্ত্রীরা।