আইন আসুক! গোটা দেশে আমিষ খাবার নিষিদ্ধ করা হোক! হেভিওয়েট তৃণমূল তারকা সাংসদের দাবিতে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আইন করে সারাদেশে আমিষ খাওয়া বন্ধ করতে হবে। এবার প্রকাশ্যে এমনই বেফাঁস মন্তব্য করে বসলেন একজন তৃণমূল (Trinamool Congress) সাংসদ। তিনি যে সে সাংসদ নন। খোদ অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। উত্তরাখণ্ডে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। এদিন উত্তর ভারতের সেই অভিন্ন দেওয়ানি বিধির ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর গলায়।

উত্তরপ্রদেশের অভিন্ন দেওয়ানি বিধির প্রশংসা করলেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ

উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির বাস্তবায়নের প্রসঙ্গ তুলেই সারা দেশে আমিষ খাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো উচিত বলে মন্তব্য করেছেন আসানসোলের তৃণমূল (Trinamool Congress) সাংসদ শত্রুঘ্ন সিনহা। যদিও তাঁর এই মন্তব্যের পর তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শত্রুঘ্ন সিনহা এদিন বলেছেন, ‘উত্তর ভারতে নয় শুধু নয়, গোটা দেশে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ করতে হবে। শুধু গোমাংস কেন গোটা দেশে আমিষ খাওয়া নিষিদ্ধ করা উচিত। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে উত্তর-পূর্বে এই ব্যাপারে কোন নিয়ন্ত্রণ নেই।’ তারপরেই খোঁচা দিয়ে তিনি বলেছেন, ‘উত্তর-পূর্বে গোমাংস ইয়াম্মি আর উত্তর ভারতে ছি: ছি: এটা হতে পারে না।’

আরও পড়ুন: ‘আউট অফ লিস্ট’! RG Kar মামলায় নয়া আবেদন নিয়ে বড় নির্দেশ হাই কোর্টের

উত্তরাখণ্ডের অভিন্ন দিওয়ানি বিধির প্রশংসা করেও তিনি বলেছেন, ‘উত্তর ভারতের আইন গোটা দেশে চালু করা উচিত। একটাই দেশ তাই এক আইনও একই হওয়া উচিত।’ তবে তিনি জানিয়েছেন দিওয়ানি বিধিতে কিছু গলদও রয়েছে। তাঁর দাবি বিধি কার্যকর করার আগে একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত কেন্দ্রীয় সরকারের’। সেইসাথে তিনি জানিয়েছেন, ‘ভোটের  দিকে তাকিয়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত নয়।’

প্রসঙ্গত স্বাধীনতা লাভের পর, গত ২৭ জানুয়ারি, প্রথম ভারতের কোনও রাজ্য হিসেবে উত্তরাখণ্ড সরকার আনুষ্ঠানিকভাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করেছে। জানা যাচ্ছে এই নতুন বিধিতে বিয়ে ও ‘লিভ-ইন’ সম্পর্ক বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার নিয়ম চালু করা হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর