‘খেলা হবে” অতীত, এবার প্রকাশ্যে এল তৃণমূলের নতুন ‘থিম সং”! দেবাংশু নন, এবার লেখক ইনি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ‘খেলা হবে’। তৃণমূলের (Trinamool Congress) এই একটাই স্লোগান রীতিমতো ঝড় তুলেছিল সারা বাংলায়। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৈরী হওয়া এই স্লোগানকে অবশ্য বিভিন্ন রাজনৈতিক দলই নানান সময়ে আপন করে নিয়েছে। এবার ২১’শে জুলাইয়ের প্রচারে আরও এক থিম সং নিয়ে এলল তৃণমূল ছাত্র পরিষদ।

প্রসঙ্গত উল্লেখ্য, এগিয়ে আসছে ২১ শে জুলাই‌। ইতিমধ্যেই, জোরকদমে চলছে প্রস্তুতি। পঞ্চায়েত ভোটের পর্ব মিটে যাওয়ার পর শাসক দলের পক্ষ থেকে যে এটাই সবচেয়ে বড় জমায়েত তার বলাই বাহুল্য। তাই, রেকর্ড সংখ্যক মানুষকে কাছে টানতে কোন ত্রুটি রাখতেই নারাজ ঘাসফুল শিবির। তাই নানাভাবে এই কর্মসূচিকে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস।

বলা ভালো, শুক্রবারেই হয়ে গিয়েছে খুঁটিপুজো। শুধু তাই নয়, মঞ্চ তৈরির বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সহায়তায় ২১ শে জুলাই শহিদদের স্মরণ করে একটি গান রিলিজ করা হয়েছে। গানটি রিলিজ করেন বিধায়ক তাপস রায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ একাধিক নেতা।

জানা গিয়েছে, সাহেব সাহাই গানটির কথা, সুরের সৃষ্টিকর্তা। তিনি নিজের গলাতেই গেয়েছেন গানটি। এছাড়াও বৈশালী, সৈকত, অয়ন, বিশ্বজিৎ , সুমন , রাজন্যা কণ্ঠে রয়েছেন। অনিক ত্রিপনের হাত ধরে সংগীত আয়োজন যে অন্যমাত্রা পেয়েছে তার বলাই বাহুল্য। রেকর্ডিস্ট ও শব্দ মিশ্রণ করেছেন জয়জিৎ অধিকারী।

mamata

 

সম্প্রতি তৃণমূলের নবজোয়ার যাত্রার গান প্রকাশ হয়েছে। এদিকে, ২০২১ বিধানসভা ভোটে খেলা হবে ছিল অন্যতম আকর্ষণ। শুধু তাই নয়, অতীতেও শাসকদলের তৈরী বিভিন্ন গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। খেলা হবে ছাড়াও ‘বাংলা নিজের মেয়েকে চায়’র মতো স্লোগানও রীতিমতো নজর কেড়েছিল আমজনতার। ফলে, নয়া গানের লক্ষ্য যে আসন্ন লোকসভা নির্বাচন তা একপ্রকার স্পষ্ট।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X