আবাস যোজনায় ১২০ কোটির দুর্নীতির অভিযোগ! বহিস্কৃত TMC পুরপ্রধানকে নিয়ে বড় নির্দেশ হাই কোর্টের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একেবারে দোরগোড়ায় উপনির্বাচন। আর ঠিক তার আগেই হাইকোর্টের রায়ে খানিক স্বস্তি পেল তৃণমূল (Trinamool Congress) শিবির। সম্প্রতি জলপাইগুড়ির মালবাজারের পুরপ্রধান স্বপন সাহার বিরুদ্ধে আবাস যোজনা প্রকল্পে ১২০ কোটি টাকার  দুর্নীতির অভিযোগ উঠেছিল। তারপরেই দুর্গাপুজোর আগে স্বপন সাহাকে দল থেকে সাসপেন্ড করেছিল তৃণমূল (Trinamool Congress)।

তৃণমূলের (Trinamool Congress) বহিষ্কৃত পুরপ্রধানকে স্বস্তি দিল হাইকোর্ট

অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল বিরোধী শিবির। বৃহস্পতিবারই ছিল সেই মামলার শুনানি। সেখানেই এই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির টি এস শিবগণনমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে মামলার আবেদন নাকচ করে দিয়েছে।

এদিন মামলা খারিজ হতেই স্বপন সাহার আইনজীবী অমৃতান মণ্ডল জানিযেছেন, ‘সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থে মামলা হয়েছিল। বিভিন্ন নথি জাল করে আবেদন করা হয়েছিল। সে জনস্বার্থ মামলা খারিজ করতে আবেদন করেছিলাম। শুনানিতে আমাদের আবেদন এবং অন্য পক্ষের নথি দেখেছে আদালত। সিবিআই তদন্ত-সহ ওদের সব আবেদনই হাই কোর্ট খারিজ করে দিয়েছে। রাজ্য যে অডিট করছে, সেটা ঠিকঠাক হয়েছে কি না দেখতে বলেছে হাই কোর্ট।’

আরও পড়ুন : ধুয়ে মুছে শেষ! মাত্র ৬ বছরেই জলের তলায় কলকাতা? ভয়ঙ্কর আশঙ্কায় শোরগোল

তৃণমূলের (Trinamool Congress) এই পুর-প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আদালতের মামলা দায়ের করেছিল টাউন মণ্ডল সহ-সভাপতি তথা আইনজীবী সুমন শিকদার। এদিন হাইকোর্ট স্বপন সাহার বিরুদ্ধে করা মামলা খারিজ করে দেওয়ায় তিনি পাল্টা দাবি করে বলেছেন, ‘হাইকোর্ট মামলা খারিজ করেনি। আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট দফতরকে আমাদের অভিযোগগুলি খতিয়ে দেখে তদন্ত করতে বলেছে। সে তদন্তের পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব, আগামীতে কি করণীয়।’

Trinamool Congress

অন্যদিকে দলের তরফ থেকে সাসপেন্ড হওয়ার পর পুর-প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছিলেন স্বপন সাহা। সে সময় তিনি ছুটিতে যাচ্ছেন বলে লিখিতভাবে জানিয়েছিলেন। এদিন হাইকোর্টে মামলা খারিজ হয়ে যাওয়ার পর ইতিমধ্যেই দলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন স্বপ্ন সাহা। এদিন মালবাজারে এই পুরপ্রধানের অনুগামীরা বাজি পুড়িয়ে উল্লাস করেছেন।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X