ভোটের আগে সম্প্রীতির ডাক, SIR চলাকালীন ‘মেগা শো’ তৃণমূলের, থাকবেন মমতা-অভিষেক

Published on:

Published on:

Trinamool Congress Plans Mega Harmony Rally on December 6
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া। ঠিক এই সংবেদনশীল সময়েই সম্প্রীতি ও সংহতি বজায় রাখা নিয়ে বাড়তি সতর্ক শাসকদল তৃণমূল। সেই কারণেই আগামী ৬ ডিসেম্বর সংহতি দিবস উপলক্ষে বড়সড় জমায়েতের প্রস্তুতিতে নেমেছে দল (Trinamool Congress)।

ডিসেম্বরে কলকাতার ধর্মতলা মেয়ো রোডে তৃণমূলের (Trinamool Congress) সংহতি সমাবেশ

দলীয় (Trinamool Congress) সূত্র জানাচ্ছে, আগামী ৬ ডিসেম্বর কলকাতার ধর্মতলার মেয়ো রোডে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের সংহতি সমাবেশ। রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া SIR জোরকদমে চলার মধ্যেই এই সমাবেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। দলের মতে, নির্বাচন সামনে রেখে রাজ্যের সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখাই এখন বড় চ্যালেঞ্জ, আর সেই বার্তাই পৌঁছে দিতে চাইছে শাসক শিবির।

জানা গিয়েছে, ওইদিনের সমাবেশে উপস্থিত থাকতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’জনের উপস্থিতি এই কর্মসূচিকে স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব দেবে বলে মনে করছে দলের (Trinamool Congress) অভ্যন্তরীণ মহল।

এই সংহতি সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল (Trinamool Congress) যুব, ছাত্র এবং সংখ্যালঘু সংগঠনকে। সংগঠনগুলির প্রতিনিধিরাই মাঠে নামবেন আয়োজনের খুঁটিনাটি সামলাতে। ইতিমধ্যেই তিন সংগঠনকে প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিপুল জনসমাগমের লক্ষ্য নিয়েই এগোচ্ছে তারা।

Trinamool Congress Plans Mega Harmony Rally on December 6

আরও পড়ুনঃ অভিজ্ঞতার নম্বরে অন্যায়! SSC ২০২৫ নিয়ে হাইকোর্টে দায়ের নয়া মামলা

তৃণমূল (Trinamool Congress) শিবির সূত্রের বক্তব্য, রাজ্যে সম্প্রীতি বজায় রাখা এখনই সবচেয়ে বড় অগ্রাধিকার। বিরোধীরা উত্তেজনার পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে এই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না শাসকদল। তাই নির্বাচন-আগে বার্তার রাজনীতিতে সংহতি দিবসকে কেন্দ্র করে বড় রাজনৈতিক মঞ্চ তৈরি করছে তৃণমূল। ৬ ডিসেম্বরের সমাবেশ তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আসন্ন নির্বাচনের দোরগোড়ায় রাজনৈতিক বার্তা দেওয়ার একটি কৌশলগত কর্মসূচি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।