বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর সাংগঠনিক দুর্বলতা কাটাতে বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। উত্তর দিনাজপুর ও মালদার ধাঁচেই দক্ষিণ দিনাজপুর জেলাতেও ব্লক স্তরের নেতৃত্বে রদবদল করা হল। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত একাধিক ব্লকে নতুন সভাপতি নিয়োগ করল দল।
কোন কোন ব্লকে নতুন সভাপতি নিয়োগ করলো তৃণমূল (Trinamool Congress)?
শাসক দল (Trinamool Congress) একাধিক ব্লকে নতুন সভাপতি নিয়োগ করেছে। বালুরঘাট শহর টাউন ব্লকে সভাপতি পদ থেকে সরানো হয়েছে প্রীতম মণ্ডলকে। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে দলের বর্ষীয়ান নেতা ও জেলার সহ-সভাপতি সুভাষ চাকিকে। বালুরঘাট ব্লকেও পরিবর্তন ঘটেছে। কৌশিক চৌধুরীর জায়গায় এসেছেন মলয় মণ্ডল। হিলি ব্লকে নতুন সভাপতি হয়েছেন অমিত বিশ্বাস। জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানালেন, “যেখানে খারাপ ফল হয়েছে, সেখানেই পরিবর্তন করা হয়েছে। সংগঠনকে শক্ত করতেই এই সিদ্ধান্ত।”
দক্ষিণ দিনাজপুরের তৃণমূল (Trinamool Congress) নেতৃত্বের পর্যবেক্ষণ, বিপ্লব মিত্র-ঘনিষ্ঠদেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে। অন্যদিকে বিজেপি এই রদবদলকে গুরুত্ব দিচ্ছে না। জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার বলেছেন, “পুরোনো নেতাদেরই আবার সামনে আনা হচ্ছে। যতই পরিবর্তন করুক, দক্ষিণ দিনাজপুরে বিজেপিকে হারাতে পারবে না তৃণমূল।”
২০২৪ সালের লোকসভা ভোটে জেলার ছ’টি বিধানসভা আসনের মধ্যে তিনটিতে লিড পেয়েছিল তৃণমূল (Trinamool Congress), বাকি তিনটিতে এগিয়েছিল বিজেপি। বিশেষত বালুরঘাট বিধানসভায় বিজেপির ভোটবাক্স ভরেছে রেকর্ড মার্জিনে। এই ব্লকে ২০২১ সালে অশোক লাহিড়ী জিতেছিলেন সাড়ে ১৩ হাজার ভোটে, আর ২০২৪ এ লিড বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজারের বেশি। বিধানসভাতেও বিজেপির লিড কয়েক গুণ বেড়েছে। ফলে রাজ্য নেতৃত্বের কাছে স্পষ্ট হয়েছে, সাংগঠনিক ব্যর্থতার কারণেই এই ফল।
আরও পড়ুনঃ ভোট কিনতে কোটি কোটি টাকা খরচ বিজেপির! অভিযোগ অভিষেকের, পাল্টা জবাব দিলেন শমীক
কিছু দিন আগেই কলকাতায় ক্যামাক স্ট্রিটে দক্ষিণ দিনাজপুর নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ৬টি আসনেই জোড়াফুল ফোটানোর লক্ষ্য বেঁধে দেন তিনি। দক্ষিণ দিনাজপুরে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ তৃণমূলের (Trinamool Congress) সেই রূপরেখারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল।