‘বাংলায় লিখে ভোট চাই, অথচ বাঙালিদের হেনস্থা?’, মোদীকে তোপ TMC-র

Published on:

Published on:

Trinamool Congress Slams Narendra Modi Over Bengali Tweet

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের ঠিক আগে ‘এক্স’ হ্যান্ডেলে বাংলায় লেখা তাঁর পোস্ট ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র শশী পাঁজা। বৃহস্পতিবার ‘এক্স’ হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে… আগামীকাল, ১৮ই জুলাই, দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেবো।” সেই বাংলা-ভাষাতেই বার্তা, আর সেখান থেকেই শুরু বিতর্ক।

বাংলা ভাষার প্রতি ভালবাসা, না লোক দেখানো স্ট্র্যাটেজি?

এই পোস্টকে কেন্দ্র করে তীব্র ভাষায় আক্রমণ শানান রাজ্যের মন্ত্রী ও তৃণমূল (Trinamool Congress) মুখপাত্র শশী পাঁজা। তাঁর কটাক্ষ, “এটা কি বাংলা ভাষার প্রতি ভালবাসা, না লোক দেখানো স্ট্র্যাটেজি?” পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, “উত্তরপ্রদেশে একটি মিষ্টির দোকানে বাংলা লেখা বোর্ড দেখে পুলিশ চলে গিয়েছিল। দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার করা হয়েছে। বিজেপি মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, বাংলায় যারা লেখে তারা বাংলাদেশি!”

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরার নামে যেভাবে বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, তা নিয়েও কড়া বার্তা দেন শশী। বলেন, “পশ্চিমবঙ্গ সরকারকে কিছু না জানিয়েই যাঁরা ভারতীয় নাগরিক, তাঁদের বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। এটা কীভাবে চলতে পারে?” তাঁর আরও প্রশ্ন, “আপনার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই বলেন, যাঁরা বাংলায় লেখেন, তাঁরা বাংলাদেশি! তাহলে বাংলায় পোস্ট দিয়ে কী বোঝাতে চাইছেন আপনি, প্রধানমন্ত্রী?”

Narendra Modi’s Bengali Message Sparks Political Row

আরও পড়ুনঃ মোদীর সভার আমন্ত্রণপত্রে ‘জয় শ্রীরাম’ বাদ, থাকল শুধু ‘জয় মা কালী’ ও ‘জয় মা দুর্গা’, ২৬-এর আগে বিজেপির স্ট্র্যাটেজি নিয়ে জল্পনা

শশী পাঁজার দাবি, প্রধানমন্ত্রী (Narendra Modi) দুর্গাপুরের সভায় বাংলাভাষীদের উপর পুলিশি আচরণের বিরুদ্ধে কী অবস্থান নেন, সেটাই এখন দেখার। তাঁর কথায়, “এটা কবিগুরুর বাংলা। জাতীয় সংগীত যাঁর সৃষ্টি। বঙ্কিমচন্দ্রের রাষ্ট্রগীতের দেশ এটা। এখানে বসে আপনি বাংলায় লিখে চলে গেলে চলবে না। বাংলার মানুষ উত্তর চাইছে, কেন তাঁদের উপর এত অত্যাচার?” তৃণমূল (Trinamool Congress) স্পষ্ট বলছে, প্রধানমন্ত্রী যদি বাংলাকে ভালবাসেন, তাহলে তার প্রমাণ দিতে হবে কাজ দিয়ে, শুধু এক্স হ্যান্ডেলের পোস্টে নয়।