বাংলা হান্ট ডেস্কঃ বছরখানেকের অপেক্ষা! ২০২৬ সালে ফের রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল। বাংলার মসনদ দখল করাই এখন লক্ষ্য তাদের। এই আবহে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভা ভোট নিয়ে বড় বার্তা দিলেন তিনি।
দিল্লির ফলাফল প্রভাব পড়বে বাংলায়? কী বললেন মমতা (Mamata Banerjee)
সম্প্রতি দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। গেরুয়া ঝড়ের সামনে কার্যত মুখ থুবড়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। প্রায় ২৭ বছর পর রাজধানীর বুকে তৈরি হতে চলেছে বিজেপি সরকার। গেরুয়া শিবিরের এই ফলাফল বাড়তি অক্সিজেন জুগিয়েছে বঙ্গ বিজেপিকে। এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো নিজে।
সোমবার তথা আজ থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। আগামী বুধবার রাজ্য বাজেট পেশ করা হবে। তার আগে আজ বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক করেন মমতা। সেখানে তৃণমূল কংগ্রেসের (TMC) সকল বিধায়ক সহ মন্ত্রীরা উপস্থিত ছিলেন বলে খবর। সেখানে ছাব্বিশের নির্বাচন নিয়ে কথা বলার পাশাপাশি দিল্লির ভোটের ফলাফল নিয়েও কথা বলেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুনঃ আধারের সঙ্গে পাসপোর্টের মিল নেই! মেয়রের ঘরের সামনে থেকে আটক এক সন্দেহভাজন! জোর শোরগোল
সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মমতা (Mamata Banerjee) বলেন, দিল্লির নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন করা উচিত ছিল কংগ্রেসের। একইরকমভাবে হরিয়ানায় কংগ্রেসকে সমর্থন করা উচিত ছিল আপের। কিন্তু এমনটা হয়নি। জোট থাকলে ভোটের ফলাফল অন্য রকম হতে পারতো বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
তবে আগামী বছর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল একাই লড়বেন বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, এই রাজ্যে কংগ্রেসের কিছু নেই। একলা লড়েই দুই তৃতীয়াংশ ভোট পেয়ে তৃণমূল সরকার গড়বে, এদিন স্পষ্ট বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
জানা যাচ্ছে, এদিনের বৈঠকে তৃণমূল নেতাদের উদ্দেশে মমতা (Mamata Banerjee) বলেন, এখন থেকেই ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। একইসঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি স্পষ্ট জানান, দলের অন্দরে কোনও ভাবেই কোন্দল মেনে নেওয়া হবে না। সবাইকে একজোট হয়ে কাজ করার বার্তা দেন দলনেত্রী।